ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৫ আগস্ট ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন উপেক্ষার জবাবে দুর্দান্ত হ্যাটট্রিক রোনালদোর ঢাবির আবাসিক হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা গাজায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার মুসলিম দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউরোপীয় রাব্বানিক সম্মেলন, আয়োজক আজারবাইজান যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা মার্কিন শুল্ক নীতিতে BRICS জোটে নতুন ঐক্যের ঢেউ। চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা”

রাশিয়া আবারও শান্তি প্রস্তাবের আড়ালে প্রতারণা করছে: জেলেনস্কি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 17

ছবি: সংগৃহীত

 

শান্তি প্রস্তাবের আড়ালে রাশিয়া প্রতারণা করছে এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইস্তাম্বুলে কোনো বৈঠকে বসার আগে ইউক্রেন একটি লিখিত খসড়া চুক্তি দেখতে চায়, যাতে যুদ্ধ বন্ধের একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকবে।

এই পরিস্থিতিতে বার্লিনে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে যুদ্ধবিরতি, ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণসাগরীয় শস্য রপ্তানি চুক্তি পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্ক আবারও একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের ময়দান এখনো উত্তপ্ত। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, শুধু খারকিভ অঞ্চলে রাশিয়া প্রায় ১০০টির মতো গাইডেড বোমা ফেলেছে। জবাবে ইউক্রেন কিয়েভ জানায়, রোমানিয়ার সীমান্তবর্তী এলাকায় রুশ হামলায় দানিয়ুব নদীর তীরে অবস্থিত তাদের একটি প্রধান বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা একদিনেই ইউক্রেনের তিনটি অঞ্চল দখলে নিয়েছে। সেই সঙ্গে সুমি, খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে নতুন হামলার কথাও জানিয়েছে মস্কো।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, প্রস্তাবিত একটি বিল পাস হলে রাশিয়া এবং তেল আমদানিকারী কিছু দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।

জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন, শান্তি আলোচনায় রাশিয়ার সদিচ্ছা নিয়ে ইউক্রেন এখনো সন্দিহান। তিনি বলেন, “শান্তিচুক্তির খসড়া আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা কোনো আলোচনা শুরু করব না।”

চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শান্তি আলোচনার আগেই নতুন করে চাপ বাড়ানো, নিষেধাজ্ঞা এবং পাল্টা হামলার এই চিত্র রাশিয়া-ইউক্রেন সংকটকে আরও জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া আবারও শান্তি প্রস্তাবের আড়ালে প্রতারণা করছে: জেলেনস্কি

আপডেট সময় ০৬:০২:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

শান্তি প্রস্তাবের আড়ালে রাশিয়া প্রতারণা করছে এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইস্তাম্বুলে কোনো বৈঠকে বসার আগে ইউক্রেন একটি লিখিত খসড়া চুক্তি দেখতে চায়, যাতে যুদ্ধ বন্ধের একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকবে।

এই পরিস্থিতিতে বার্লিনে উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে যুদ্ধবিরতি, ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণসাগরীয় শস্য রপ্তানি চুক্তি পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্ক আবারও একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে।

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের ময়দান এখনো উত্তপ্ত। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, শুধু খারকিভ অঞ্চলে রাশিয়া প্রায় ১০০টির মতো গাইডেড বোমা ফেলেছে। জবাবে ইউক্রেন কিয়েভ জানায়, রোমানিয়ার সীমান্তবর্তী এলাকায় রুশ হামলায় দানিয়ুব নদীর তীরে অবস্থিত তাদের একটি প্রধান বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা একদিনেই ইউক্রেনের তিনটি অঞ্চল দখলে নিয়েছে। সেই সঙ্গে সুমি, খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে নতুন হামলার কথাও জানিয়েছে মস্কো।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, প্রস্তাবিত একটি বিল পাস হলে রাশিয়া এবং তেল আমদানিকারী কিছু দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।

জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন, শান্তি আলোচনায় রাশিয়ার সদিচ্ছা নিয়ে ইউক্রেন এখনো সন্দিহান। তিনি বলেন, “শান্তিচুক্তির খসড়া আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা কোনো আলোচনা শুরু করব না।”

চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শান্তি আলোচনার আগেই নতুন করে চাপ বাড়ানো, নিষেধাজ্ঞা এবং পাল্টা হামলার এই চিত্র রাশিয়া-ইউক্রেন সংকটকে আরও জটিল করে তুলছে।