০২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

দশ বছর পর আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 107

ছবি: সংগৃহীত

 

দীর্ঘ এক দশক পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্নাতক (সম্মান) শ্রেণির সরাসরি ভর্তি পরীক্ষা। আগামী শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলা শহরের ৮৭৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ৫ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর সারাদেশব্যাপী পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “পরীক্ষা কেন্দ্রগুলোর পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সচিব ও কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা সম্পন্ন করা যায়।”

ভর্তি প্রক্রিয়ায় ফিরল পরীক্ষা পদ্ধতি

২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়। চলতি শিক্ষাবর্ষে আবারও আগের নিয়মে ফিরে গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিভাগভিত্তিক কেন্দ্র সংখ্যা

ঢাকা বিভাগে সর্বাধিক ২৪৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। খুলনায় রয়েছে ১৫৬টি, রাজশাহীতে ১৪৩টি, চট্টগ্রামে ১৩৪টি, রংপুরে ৯৬টি, বরিশালে ৫৯টি এবং সিলেট বিভাগে রয়েছে ৪৪টি কেন্দ্র। সরকারি কলেজ ছাড়াও স্থানীয় কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

পরীক্ষার ধরন ও মূল্যায়ন পদ্ধতি

ভর্তি পরীক্ষা হবে এক ঘণ্টার এমসিকিউ ভিত্তিক, যেখানে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে, তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। পাস নম্বর নির্ধারিত হয়েছে ৩৫। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বর, এসএসসির জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসির জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে।

ভর্তিযোগ্য আসন ও কোটা ব্যবস্থা

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। এর মধ্যে ২৬৪টি সরকারি ও ৬১৭টি বেসরকারি কলেজ। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সম্মান কোর্সে আসন সংখ্যা ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি এবং ডিগ্রি (পাস) কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি।

প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন সংরক্ষিত থাকবে বিভিন্ন কোটার জন্য বীর মুক্তিযোদ্ধা কোটা ৩টি, আদিবাসী কোটা ১টি, প্রতিবন্ধী কোটা ১টি এবং পোষ্য কোটা ৩টি।

নিউজটি শেয়ার করুন

দশ বছর পর আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা

আপডেট সময় ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

দীর্ঘ এক দশক পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্নাতক (সম্মান) শ্রেণির সরাসরি ভর্তি পরীক্ষা। আগামী শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলা শহরের ৮৭৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন ৫ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর সারাদেশব্যাপী পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “পরীক্ষা কেন্দ্রগুলোর পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সচিব ও কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা সম্পন্ন করা যায়।”

ভর্তি প্রক্রিয়ায় ফিরল পরীক্ষা পদ্ধতি

২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়। চলতি শিক্ষাবর্ষে আবারও আগের নিয়মে ফিরে গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিভাগভিত্তিক কেন্দ্র সংখ্যা

ঢাকা বিভাগে সর্বাধিক ২৪৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। খুলনায় রয়েছে ১৫৬টি, রাজশাহীতে ১৪৩টি, চট্টগ্রামে ১৩৪টি, রংপুরে ৯৬টি, বরিশালে ৫৯টি এবং সিলেট বিভাগে রয়েছে ৪৪টি কেন্দ্র। সরকারি কলেজ ছাড়াও স্থানীয় কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

পরীক্ষার ধরন ও মূল্যায়ন পদ্ধতি

ভর্তি পরীক্ষা হবে এক ঘণ্টার এমসিকিউ ভিত্তিক, যেখানে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে, তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। পাস নম্বর নির্ধারিত হয়েছে ৩৫। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বর, এসএসসির জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসির জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে।

ভর্তিযোগ্য আসন ও কোটা ব্যবস্থা

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। এর মধ্যে ২৬৪টি সরকারি ও ৬১৭টি বেসরকারি কলেজ। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সম্মান কোর্সে আসন সংখ্যা ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি এবং ডিগ্রি (পাস) কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি।

প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন সংরক্ষিত থাকবে বিভিন্ন কোটার জন্য বীর মুক্তিযোদ্ধা কোটা ৩টি, আদিবাসী কোটা ১টি, প্রতিবন্ধী কোটা ১টি এবং পোষ্য কোটা ৩টি।