০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES চীন সফর শেষে দেশে ফিরেছেন কিম জং উন প্রথমবারের মতো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে দামেস্ক বিশ্ববিদ্যালয় নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় মামলা মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রিজভী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ১৫ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 34

ছবি: সংগৃহীত

 

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ জন বাংলাদেশিসহ মোট ১৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার (২৬ মে) কেলানতান রাজ্যের কোটাভারু, পাসির মাস এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে চালানো বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। অভিযানে ধৃতদের মধ্যে রয়েছেন আরও একজন থাই পুরুষ ও একজন নারী।

গতকাল মঙ্গলবার (২৭ মে) কেলানতান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের কাছে বৈধ ভিসা বা থাকার অনুমতিপত্র ছিল না।

তিনি আরও বলেন, “আমরা স্থানীয় জনগণের সহায়তায় বেশ কয়েকটি সন্দেহভাজন এলাকায় অভিযান চালাই। এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।”

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কেলানতানের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ধরতে দেশটির সরকার নিয়মিতভাবে তল্লাশি অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ করে নির্মাণ সাইট, কৃষি খামার ও বাজার এলাকা এসব অভিযানের প্রধান লক্ষ্যস্থল।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে অবৈধভাবে অবস্থান বা কাজের জন্য অভিযুক্ত হন। দেশটির সরকার নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে আটক ও দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করে যাচ্ছে এবং একইসঙ্গে বিদেশি নাগরিকদের যথাযথ কাগজপত্রসহ থাকার আহ্বান জানিয়েছে।

এই ঘটনার পর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ১৫ জন আটক

আপডেট সময় ০৩:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

 

মালয়েশিয়ার কেলানতান রাজ্যে অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ জন বাংলাদেশিসহ মোট ১৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত সোমবার (২৬ মে) কেলানতান রাজ্যের কোটাভারু, পাসির মাস এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে চালানো বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। অভিযানে ধৃতদের মধ্যে রয়েছেন আরও একজন থাই পুরুষ ও একজন নারী।

গতকাল মঙ্গলবার (২৭ মে) কেলানতান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের কাছে বৈধ ভিসা বা থাকার অনুমতিপত্র ছিল না।

তিনি আরও বলেন, “আমরা স্থানীয় জনগণের সহায়তায় বেশ কয়েকটি সন্দেহভাজন এলাকায় অভিযান চালাই। এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।”

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কেলানতানের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ধরতে দেশটির সরকার নিয়মিতভাবে তল্লাশি অভিযান পরিচালনা করে থাকে। বিশেষ করে নির্মাণ সাইট, কৃষি খামার ও বাজার এলাকা এসব অভিযানের প্রধান লক্ষ্যস্থল।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে অবৈধভাবে অবস্থান বা কাজের জন্য অভিযুক্ত হন। দেশটির সরকার নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে আটক ও দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করে যাচ্ছে এবং একইসঙ্গে বিদেশি নাগরিকদের যথাযথ কাগজপত্রসহ থাকার আহ্বান জানিয়েছে।

এই ঘটনার পর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।