ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী জুনে নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন অধ্যাপক ইউনূস পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে টাইগাররা ৩ মাসে নির্বাচন সম্ভব, ১০ মাসেও দেয়া হচ্ছে না নির্বাচন: তারেক রহমান দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন পবিত্র ঈদুল আজহা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিমানবাহিনী প্রধান স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীবাহী নৌকাডুবি: নারী ও শিশুসহ নিহত ৭ ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ: মধ্যপ্রাচ্য সংকটে নতুন কূটনৈতিক মাত্রা টেকনাফে যৌথবাহিনীর অভিযান, ১২ কোটির ইয়াবা ও আইস উদ্ধার সুব্রত বাইনসহ চারজন ১৪ দিনের রিমান্ডে সরকারের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত পচন ধরেছে: বিএনপির মহাসমাবেশে মির্জা আব্বাস

সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 11

ছবি সংগৃহীত

 

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও সচিবালয়ের ভেতরে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি চাকরিজীবীরা। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টার কিছু পর শুরু হয় বিক্ষোভ। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুলসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জড়ো হন।
বিক্ষোভ ঘিরে সচিবালয়ে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সকাল থেকেই প্রধান ফটকে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট। এছাড়া নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া আজ কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। সেই অনুযায়ী সাংবাদিকদেরও আজ সকাল থেকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সচিবালয়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, দুপুর ১২টার দিকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো কর্মচারীরা সচিবালয়ের ভেতরে কর্মসূচি পালন করেন এবং আজ আবারও মিছিল করার ঘোষণা দেন। একই সঙ্গে সারাদেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারাও সচিবালয়ের বাইরে একই ধরনের কর্মসূচি পালন করেন।

এদিকে সচিবালয়ে কর্মরত বিভিন্ন সংগঠন একত্র হয়ে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

চলমান আন্দোলনে নতুন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিই প্রধান, যা নিয়ে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

সচিবালয়ে চতুর্থ দিনের মতো কর্মচারীদের বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০৩:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও সচিবালয়ের ভেতরে আজ মঙ্গলবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি চাকরিজীবীরা। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টার কিছু পর শুরু হয় বিক্ষোভ। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিপুলসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে জড়ো হন।
বিক্ষোভ ঘিরে সচিবালয়ে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সকাল থেকেই প্রধান ফটকে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট। এছাড়া নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া আজ কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। সেই অনুযায়ী সাংবাদিকদেরও আজ সকাল থেকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সচিবালয়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, দুপুর ১২টার দিকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।

গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো কর্মচারীরা সচিবালয়ের ভেতরে কর্মসূচি পালন করেন এবং আজ আবারও মিছিল করার ঘোষণা দেন। একই সঙ্গে সারাদেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারাও সচিবালয়ের বাইরে একই ধরনের কর্মসূচি পালন করেন।

এদিকে সচিবালয়ে কর্মরত বিভিন্ন সংগঠন একত্র হয়ে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

চলমান আন্দোলনে নতুন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিই প্রধান, যা নিয়ে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা।