০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

কারিগরি শিক্ষায় মানোন্নয়নে পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 57

ছবি সংগৃহীত

 

দেশের কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও আগ্রহী শিক্ষার্থীদের বাছাই করতে পলিটেকনিক ইনস্টিটিউটসহ সকল সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার চিন্তাভাবনা চলছে। সম্ভাব্যভাবে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর হতে পারে বলে জানা গেছে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “কারিগরি শিক্ষায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে ভর্তি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে আগ্রহী ও প্রস্তুত শিক্ষার্থীরাই কারিগরি শিক্ষায় যুক্ত হবে, যা সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।”

বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে এই ব্যবস্থায় অনেক সময় এমন শিক্ষার্থীরাও ভর্তি হয়, যারা আগ্রহহীন বা মানসিকভাবে প্রস্তুত নয়। ফলে কোর্সের ফলাফল এবং সামগ্রিক শিক্ষার মান ব্যাহত হয়।

ড. কবিরুল ইসলাম আরও জানান, “ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, কারিগরি শিক্ষায় কেবল তারাই আসুক, যারা সত্যিকার অর্থে আগ্রহী ও সক্ষম। এতে শিক্ষা কার্যক্রম ফলপ্রসূ হবে এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরবে।”

নতুন এই ভর্তিপদ্ধতিতে ১০০ নম্বরের একটি মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ৭০ নম্বর থাকবে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এবং বাকি ৩০ নম্বর একাডেমিক ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

এই উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি, দেশের কারিগরি শিক্ষা খাতকে আরও কার্যকর ও গুণগতমানসম্পন্ন করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষাবিদরা মনে করছেন, সময়োপযোগী এই সিদ্ধান্ত কারিগরি শিক্ষাকে আরও জনপ্রিয় ও প্রাসঙ্গিক করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

কারিগরি শিক্ষায় মানোন্নয়নে পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

আপডেট সময় ০৭:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

দেশের কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও আগ্রহী শিক্ষার্থীদের বাছাই করতে পলিটেকনিক ইনস্টিটিউটসহ সকল সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার চিন্তাভাবনা চলছে। সম্ভাব্যভাবে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর হতে পারে বলে জানা গেছে।

সোমবার (২৬ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “কারিগরি শিক্ষায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে ভর্তি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে আগ্রহী ও প্রস্তুত শিক্ষার্থীরাই কারিগরি শিক্ষায় যুক্ত হবে, যা সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।”

বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে এই ব্যবস্থায় অনেক সময় এমন শিক্ষার্থীরাও ভর্তি হয়, যারা আগ্রহহীন বা মানসিকভাবে প্রস্তুত নয়। ফলে কোর্সের ফলাফল এবং সামগ্রিক শিক্ষার মান ব্যাহত হয়।

ড. কবিরুল ইসলাম আরও জানান, “ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, কারিগরি শিক্ষায় কেবল তারাই আসুক, যারা সত্যিকার অর্থে আগ্রহী ও সক্ষম। এতে শিক্ষা কার্যক্রম ফলপ্রসূ হবে এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরবে।”

নতুন এই ভর্তিপদ্ধতিতে ১০০ নম্বরের একটি মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ৭০ নম্বর থাকবে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এবং বাকি ৩০ নম্বর একাডেমিক ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

এই উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি, দেশের কারিগরি শিক্ষা খাতকে আরও কার্যকর ও গুণগতমানসম্পন্ন করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষাবিদরা মনে করছেন, সময়োপযোগী এই সিদ্ধান্ত কারিগরি শিক্ষাকে আরও জনপ্রিয় ও প্রাসঙ্গিক করে তুলবে।