০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
কেনিয়ায় ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ জনের সবাই নিহত হওয়ার আশঙ্কা ইলন মাস্কের নতুন উদ্যোগ — এআই-চালিত “Grokipedia” চালু বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার থাকবে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার।

পেরেরা-রাজার ব্যাটে পিএসএল এর শিরোপা জয় করলো সাকিব-রিশাদদের লাহোর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে দুর্দান্ত এক ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। রোববার (২৫ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় জয়ের হাসি হেসেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে হাসান নওয়াজের ঝকঝকে ফিফটিতে ভর করে ২০২ রানের বড় সংগ্রহ গড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু সেই লক্ষ্য তাড়া করেই জয় ছিনিয়ে নেয় লাহোর।

বিজ্ঞাপন

শুরুটা খুব একটা ভালো ছিল না লাহোরের। ওপেনার ফখর জামান ১০ বলে করেন মাত্র ১১ রান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈম ও আব্দুল্লাহ শফিক দলের ভিত গড়ে দেন। নাঈম ২৭ বলে ৪৬ ও শফিক ২৮ বলে করেন ৪১ রান। মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপ তৈরি হয় লাহোর শিবিরে।

সেই চাপের মধ্যেই হাল ধরেন কুশল পেরেরা ও সিকান্দার রাজা। দুজনের ব্যাটে আসে জয়ের সুর। ১৭তম ওভারের শেষ দুই বলে রাজা মারেন টানা দুইটি বাউন্ডারি। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারাই। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পেরেরা, শেষের আগের ওভারে তুলে নেন ১৮ রান।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। স্ট্রাইকে ছিলেন সিকান্দার রাজা। প্রথম বলেই ওয়াইড। এরপর এক রান নিয়ে স্ট্রাইক দেন পেরেরাকে। দুই বল থেকে আসে ৩ রান। আবার স্ট্রাইকে ফেরেন রাজা। এবার দরকার ৩ বলে ৮ রান। এক বলেই ছক্কা, পরের বলেই চারের মারে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন রাজা।

লাহোরের পক্ষে বোলিংয়ে রিশাদ হোসেন ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। শাহীন আফ্রিদি তুলে নেন ৩ উইকেট, সালমান মির্জা ও হারিস রউফ পান ২টি করে উইকেট। একটি উইকেট নেন সিকান্দার রাজা।

এই জয়ে চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো পিএসএল ট্রফি ঘরে তোলে লাহোর কালান্দার্স। এর আগে তারা ২০২২ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

পেরেরা-রাজার ব্যাটে পিএসএল এর শিরোপা জয় করলো সাকিব-রিশাদদের লাহোর

আপডেট সময় ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে দুর্দান্ত এক ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। রোববার (২৫ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় জয়ের হাসি হেসেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে হাসান নওয়াজের ঝকঝকে ফিফটিতে ভর করে ২০২ রানের বড় সংগ্রহ গড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু সেই লক্ষ্য তাড়া করেই জয় ছিনিয়ে নেয় লাহোর।

বিজ্ঞাপন

শুরুটা খুব একটা ভালো ছিল না লাহোরের। ওপেনার ফখর জামান ১০ বলে করেন মাত্র ১১ রান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈম ও আব্দুল্লাহ শফিক দলের ভিত গড়ে দেন। নাঈম ২৭ বলে ৪৬ ও শফিক ২৮ বলে করেন ৪১ রান। মাঝের ওভারে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপ তৈরি হয় লাহোর শিবিরে।

সেই চাপের মধ্যেই হাল ধরেন কুশল পেরেরা ও সিকান্দার রাজা। দুজনের ব্যাটে আসে জয়ের সুর। ১৭তম ওভারের শেষ দুই বলে রাজা মারেন টানা দুইটি বাউন্ডারি। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারাই। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পেরেরা, শেষের আগের ওভারে তুলে নেন ১৮ রান।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। স্ট্রাইকে ছিলেন সিকান্দার রাজা। প্রথম বলেই ওয়াইড। এরপর এক রান নিয়ে স্ট্রাইক দেন পেরেরাকে। দুই বল থেকে আসে ৩ রান। আবার স্ট্রাইকে ফেরেন রাজা। এবার দরকার ৩ বলে ৮ রান। এক বলেই ছক্কা, পরের বলেই চারের মারে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন রাজা।

লাহোরের পক্ষে বোলিংয়ে রিশাদ হোসেন ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। শাহীন আফ্রিদি তুলে নেন ৩ উইকেট, সালমান মির্জা ও হারিস রউফ পান ২টি করে উইকেট। একটি উইকেট নেন সিকান্দার রাজা।

এই জয়ে চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো পিএসএল ট্রফি ঘরে তোলে লাহোর কালান্দার্স। এর আগে তারা ২০২২ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।