ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা শীর্ষক কনফারেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের সভাপতি নির্বাচিত হলেন আল্লামা শায়েখ সাজিদুর রহমান খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় বিএনপির প্রতিনিধি দল থাইল্যান্ডে পুলিশ হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জন নিহত চার দাবিতে এনবিআরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে রোববার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা নবীনগরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল পুঁজিবাজার থেকে উধাও ১৫ হাজার কোটি টাকা: দেবপ্রিয় ভট্টাচার্যের বিস্ফোরক দাবি ওষুধ ছাড়াই ইউরিক এসিড নিয়ন্ত্রণে যেসব খাবার খাবেন!

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শনিবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় জানানো হয়, এবারের ঈদযাত্রায় রুটটিতে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, নৌপুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ঘাট এলাকায় সমন্বিত ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করা হবে। যাত্রীসাধারণ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সে লক্ষ্যে টিকিট বিক্রি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফেরি চলাচল ব্যবস্থাপনায় অতিরিক্ত নজরদারি থাকবে।

বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে থাকবে অগ্রাধিকার। এসব ট্রাক যেন দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত পার হতে পারে, সেদিকে দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত।

সভায় সংশ্লিষ্টরা আরও জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে ঘাট এলাকায় স্থাপন করা হবে তথ্যকেন্দ্র, পর্যাপ্ত লাইটিং, শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। পাশাপাশি, জরুরি স্বাস্থ্যসেবা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত থাকবে সংশ্লিষ্ট বাহিনী।

এবারের ঈদযাত্রায় ঘাট ব্যবস্থাপনায় সরকারের নানা উদ্যোগ যাত্রীদের স্বস্তি দেবে বলেই আশা সংশ্লিষ্টদের। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আমরা ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সব সংস্থাকে নিয়ে একসঙ্গে কাজ করছি। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ রাজধানী ও আশপাশের এলাকা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে ফিরবেন। তাই এবারের প্রস্তুতি আগেভাগেই চূড়ান্ত করতে তৎপর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

আপডেট সময় ০৪:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শনিবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় জানানো হয়, এবারের ঈদযাত্রায় রুটটিতে চলবে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ।

সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন, নৌপুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ঘাট এলাকায় সমন্বিত ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার করা হবে। যাত্রীসাধারণ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সে লক্ষ্যে টিকিট বিক্রি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফেরি চলাচল ব্যবস্থাপনায় অতিরিক্ত নজরদারি থাকবে।

বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে থাকবে অগ্রাধিকার। এসব ট্রাক যেন দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত পার হতে পারে, সেদিকে দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত।

সভায় সংশ্লিষ্টরা আরও জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে ঘাট এলাকায় স্থাপন করা হবে তথ্যকেন্দ্র, পর্যাপ্ত লাইটিং, শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। পাশাপাশি, জরুরি স্বাস্থ্যসেবা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত থাকবে সংশ্লিষ্ট বাহিনী।

এবারের ঈদযাত্রায় ঘাট ব্যবস্থাপনায় সরকারের নানা উদ্যোগ যাত্রীদের স্বস্তি দেবে বলেই আশা সংশ্লিষ্টদের। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আমরা ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সব সংস্থাকে নিয়ে একসঙ্গে কাজ করছি। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ রাজধানী ও আশপাশের এলাকা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে ফিরবেন। তাই এবারের প্রস্তুতি আগেভাগেই চূড়ান্ত করতে তৎপর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।