জাতীয় নির্বাচনের আচরণবিধি ও ভোটকেন্দ্র নীতিমালা নিয়ে ইসির বৈঠক আজ

- আপডেট সময় ১২:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 9
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করতে আজ বুধবার (২১ মে) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য প্রস্তাবিত ‘আচরণবিধিমালা-২০২৫’, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’, ‘স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, আসন্ন সংসদ নির্বাচনের আগে আচরণবিধিতে বেশ কিছু নতুন ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নিয়ম, রাজনৈতিক বক্তব্যের ভাষা এবং নির্বাচনী ব্যয় সংক্রান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার বিষয়ে আলোচনা হতে পারে।
এছাড়াও ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালাতেও পরিবর্তন আনার উদ্যোগ নিচ্ছে কমিশন। প্রস্তাবিত খসড়া অনুযায়ী, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা ও দায়িত্ব বাড়ানোর চিন্তা করছে ইসি, যাতে ভোটকেন্দ্র নির্ধারণ ও ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা যায়।
উল্লেখ্য, ইসি এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক সংলাপ করেছে এবং বেশ কয়েকটি পর্যবেক্ষণ সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরামর্শ নিয়েছে। আজকের বৈঠকে এসব পরামর্শের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সবকিছু ঠিক থাকলে, আগামী মাসেই আচরণবিধি ও ভোটকেন্দ্র সংক্রান্ত নীতিমালা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কমিশনের এমন প্রস্তুতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।