লাইভে ভয়াবহ হত্যাকাণ্ড: জনপ্রিয় টিকটকার ভ্যালেরিয়া মার্কেজ গুলিবিদ্ধ হয়ে নিহত

- আপডেট সময় ১১:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 12
মেক্সিকোতে এক মর্মান্তিক ঘটনায় লাইভ স্ট্রিমিং চলাকালে নিজের বিউটি সেলুনেই অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় টিকটক তারকা ও বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ। ২৩ বছর বয়সী এই তরুণী তার টিকটক অনুসারীদের সঙ্গে সরাসরি কথা বলার সময় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।
স্থানীয় সময় অনুযায়ী, ভ্যালেরিয়া যখন তার দোকানের দরজায় আসা একটি পার্সেল খুলে একটি পিগি ডল দেখাচ্ছিলেন, ঠিক তখনই এক অস্ত্রধারী যুবক অতর্কিতে সেলুনে প্রবেশ করে তার মাথায় গুলি করে। লাইভ ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ভ্যালেরিয়া চেয়ার থেকে লুটিয়ে পড়েন এবং তার শরীর রক্তে ভেসে যায়। এরপর দ্রুত আরেক ব্যক্তি এসে তার মোবাইল ফোনটি নিয়ে গেলে লাইভ স্ট্রিমটি বন্ধ হয়ে যায়।
এই আকস্মিক ও ভয়াবহ ঘটনায় ভ্যালেরিয়ার এক লাখের বেশি অনুসারী গভীর শোকাহত। তাদের অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে ক্যামেরার সামনে এমন মর্মান্তিকভাবে তাদের প্রিয় তারকার মৃত্যু হতে পারে।
স্থানীয় প্রশাসন এই ঘটনাটিকে ‘ফেমিসাইড’ অর্থাৎ নারী বিদ্বেষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে খতিয়ে দেখছে। জালিস্কো রাজ্য সরকার এবং মেক্সিকোর বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, মেক্সিকোতে নারীদের বিরুদ্ধে সহিংসতা এবং হত্যাকাণ্ড নতুন কোনো ঘটনা নয়। সম্প্রতি ভেরাক্রুজ রাজ্যে লাইভস্ট্রিমিং চলাকালে এক নারী মেয়র পদপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়, যেখানে আরও তিনজন নিহত হয়েছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মেক্সিকোতে নারীদের বিরুদ্ধে সংঘটিত প্রতি চারটি হত্যাকাণ্ডের মধ্যে একটি ছিল ফেমিসাইড। দেশটির ৩২টি রাজ্যেই এ ধরনের ঘটনা নিয়মিতভাবে ঘটছে।
ভ্যালেরিয়ার অনুসারীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, একজন তরুণ ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।