ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, আলোচনার মাঝেই উত্তেজনা বৃদ্ধি গাজায় পূর্ণশক্তি নিয়ে অভিযান চালাতে যাচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে ২১ জনের মর্মান্তিক মৃত্যু ঐতিহাসিক নিষেধাজ্ঞার পরে সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা জরুরি: সারজিস আলম সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন ট্রাম্প, নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত যুক্তরাষ্ট্র-সৌদির ইতিহাসের সর্ববৃহৎ অস্ত্রচুক্তি: সৌদির সামরিক শক্তি বাড়বে বহুগুণ পরিবেশবান্ধব কারখানায় বিশ্বসেরা স্বীকৃতি পেল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে কি বলছেন মার্কিন পররাষ্ট্র দফতর ? যুদ্ধবিরতির মধ্যেও ভারত-পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি কর্মকর্তা বহিষ্কার রূপচর্চায় বিপজ্জনক উপাদান

ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুতি, ১২ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 10

ছবি: সংগৃহীত

 

ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ভাঙ্গা জংশনে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা রুটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সুমন বাড়ই জানান, দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার কাজ সফল হয়েছে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, রাত ৯টা ১৫ থেকে পরবর্তী দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এখন ঢাকার উদ্দেশে চলছে এবং লাইনচ্যুত হওয়া জাহানাবাদ এক্সপ্রেসও খুলনার দিকে যাত্রা শুরু করেছে। নকশিকাঁথা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশে ছাড়বে বলে জানা গেছে।

ঘটনার পরপরই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, দুর্ঘটনার পর পাকশী ও খুলনা থেকে দুটি ক্রেন আনা হয় এবং দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। সকাল ৯টা ২৩ মিনিটে লাইন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় এবং ট্রেন চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পয়েন্টম্যানের ভুলকেই দায়ী করা হলেও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় যাত্রীদের দুর্ভোগ হলেও দ্রুত উদ্ধার ও পুনঃচালনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুতি, ১২ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ভাঙ্গা জংশনে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা রুটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সুমন বাড়ই জানান, দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার কাজ সফল হয়েছে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, রাত ৯টা ১৫ থেকে পরবর্তী দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এখন ঢাকার উদ্দেশে চলছে এবং লাইনচ্যুত হওয়া জাহানাবাদ এক্সপ্রেসও খুলনার দিকে যাত্রা শুরু করেছে। নকশিকাঁথা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশে ছাড়বে বলে জানা গেছে।

ঘটনার পরপরই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, দুর্ঘটনার পর পাকশী ও খুলনা থেকে দুটি ক্রেন আনা হয় এবং দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। সকাল ৯টা ২৩ মিনিটে লাইন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় এবং ট্রেন চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পয়েন্টম্যানের ভুলকেই দায়ী করা হলেও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় যাত্রীদের দুর্ভোগ হলেও দ্রুত উদ্ধার ও পুনঃচালনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।