০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুতি, ১২ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 200

ছবি: সংগৃহীত

 

ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ভাঙ্গা জংশনে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা রুটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সুমন বাড়ই জানান, দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার কাজ সফল হয়েছে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, রাত ৯টা ১৫ থেকে পরবর্তী দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এখন ঢাকার উদ্দেশে চলছে এবং লাইনচ্যুত হওয়া জাহানাবাদ এক্সপ্রেসও খুলনার দিকে যাত্রা শুরু করেছে। নকশিকাঁথা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশে ছাড়বে বলে জানা গেছে।

ঘটনার পরপরই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, দুর্ঘটনার পর পাকশী ও খুলনা থেকে দুটি ক্রেন আনা হয় এবং দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। সকাল ৯টা ২৩ মিনিটে লাইন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় এবং ট্রেন চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পয়েন্টম্যানের ভুলকেই দায়ী করা হলেও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় যাত্রীদের দুর্ভোগ হলেও দ্রুত উদ্ধার ও পুনঃচালনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুতি, ১২ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

 

ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশনে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ভাঙ্গা জংশনে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-খুলনা রুটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সুমন বাড়ই জানান, দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার কাজ সফল হয়েছে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, রাত ৯টা ১৫ থেকে পরবর্তী দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এখন ঢাকার উদ্দেশে চলছে এবং লাইনচ্যুত হওয়া জাহানাবাদ এক্সপ্রেসও খুলনার দিকে যাত্রা শুরু করেছে। নকশিকাঁথা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশে ছাড়বে বলে জানা গেছে।

ঘটনার পরপরই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, দুর্ঘটনার পর পাকশী ও খুলনা থেকে দুটি ক্রেন আনা হয় এবং দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। সকাল ৯টা ২৩ মিনিটে লাইন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় এবং ট্রেন চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পয়েন্টম্যানের ভুলকেই দায়ী করা হলেও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় যাত্রীদের দুর্ভোগ হলেও দ্রুত উদ্ধার ও পুনঃচালনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়।