আর্সেনালকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ফাইনালে পিএসজি

- আপডেট সময় ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 79
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রোমাঞ্চকর দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব আর্সেনালকে ২-১ গোলে পরাজিত করেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল পিএসজি।
ম্যাচটি অনুষ্ঠিত হয় প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় আর্সেনাল ঘুরে দাঁড়ানোর আশায় শুরুতেই আক্রমণাত্মক খেলা শুরু করে। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও মার্টিন ওডেগার্ড একাধিক সুযোগ তৈরি করলেও, পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার দুর্দান্ত সেভে গোল বঞ্চিত হয় ইংলিশ ক্লাবটি।
প্রথমার্ধের ২৭তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের চোখ ধাঁধানো এক গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়। থমাস পার্টির ক্লিয়ারেন্স ভুলের সুযোগে দুর্দান্ত শটে পিএসজিকে এগিয়ে নেন রুইজ। প্রথমার্ধ শেষ হয় পিএসজির ১-০ লিডে, দুই লেগে যা ছিল ২-০।
দ্বিতীয়ার্ধে আবারও চাপে পড়ে পিএসজি। ৬৪ মিনিটে বুকায়ো সাকার জোরালো শট ফিরিয়ে দেন দোন্নারুম্মা। ৬৬ মিনিটে পিএসজি পেনাল্টি পেলেও ভিতিনিয়ার দুর্বল শট আটকে দেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া।
তবে ৭২ মিনিটে হাকিমি ও উসমান দেম্বেলের দারুণ সমন্বয়ে পিএসজির দ্বিতীয় গোল আসে। বদলি নামা দেম্বেলের পাস থেকে হাকিমি জোরালো শটে বল পাঠান জালে। এতে দুই লেগ মিলিয়ে ফরাসি ক্লাবটি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
শেষদিকে বুকায়ো সাকার একমাত্র গোলে ব্যবধান কমালেও, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠতে পারেনি আর্সেনাল।
আগামী ৩১ মে, জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিতব্য ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ইউরোপিয়ান সিংহাসনের লড়াইয়ে এক ঐতিহাসিক দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশ্ব।