আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি সেবা সাময়িক বন্ধ করলো ইসি

- আপডেট সময় ০২:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 92
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে মঙ্গলবার কমিশনের নজরে আসে যে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডির তথ্য ফাঁস হচ্ছে। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁস হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই দুটি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে প্রায় ১২ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠান তাদের সেবা কার্যক্রমে এই তথ্য যাচাইয়ের জন্য ইসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তবে আগেও একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল।
হুমায়ুন কবীর বলেন, ‘আমরা সবসময় মনিটর করি। এবার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি। তাই কমিশনের সিদ্ধান্তে তাদের সেবা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে তদন্ত শুরু হয়েছে।’
তিনি আরও জানান, ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান ইসির সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের নিরাপত্তাব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং প্রতিষ্ঠানের নিজস্ব সুরক্ষা ব্যবস্থার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
মহাপরিচালক বলেন, তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং চুক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসি এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জনগণের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিনিয়ত নজরদারি করছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও তথ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।