রাজধানীতে বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ নেতা গ্রেপ্তার

- আপডেট সময় ১২:০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 78
রাজধানীতে অভিযান চালিয়ে বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কমিশনারও রয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর রহমান জানান, ডিবির চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাবেক এমপি মিলনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কমিশনারও রয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
তবে কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, “গ্রেপ্তারের পেছনের কারণ, মামলার অগ্রগতি ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
প্রসঙ্গত, আমিরুল ইসলাম মিলন একসময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি তিনি নানা সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা বা অভিযোগ থাকলে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, সম্প্রতি দলীয় অভ্যন্তরীণ কোন্দল এবং কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষাপটে এসব অভিযান পরিচালিত হচ্ছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির এমন অভিযান চলমান থাকবে এবং অপরাধে জড়িত কেউই ছাড় পাবে না, সে যেই হোক না কেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা চলছে। তদন্তে নতুন তথ্য উঠে এলে সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।