০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে হবে — প্রধান বিচারপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 85

ছবি সংগৃহীত

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আইন বক্তৃতায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা। তিনি বলেন, “এই ভারসাম্য এমন এক আদর্শের ভিত্তিতে গড়ে উঠবে, যা অ্যারিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’ এই দর্শনে বিশ্বাস করে।”

গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও একে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যায়বিচারের ভবিষ্যৎ পুনঃকল্পনা’ শীর্ষক এক আইন বক্তৃতা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। চবির একে খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম জাফর উল্লাহ তালুকদার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের দ্বার খুলে দেবে। তারা ন্যায়বিচার ও সাংবিধানিক কাঠামো নিয়ে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ হবে। একইসঙ্গে এটি আইনি সংস্কারের চেতনাও জাগ্রত করবে।”

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবি বলেন, “বক্তৃতার বিষয়টি সময়োপযোগী ও ভাবনার খোরাক জাগানো। এটি আমাদের ন্যায়বিচারের ধারণাকে নতুন করে বিশ্লেষণ করতে সহায়তা করবে।” তিনি আয়োজনে সহযোগিতার জন্য একে খান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান।

আলোচনায় বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন বিচারব্যবস্থার গুরুত্ব, গণতান্ত্রিক কাঠামোর শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন করে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানটি শেষ হয় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করে অতিথিদের মূল্যবান মতামত গ্রহণ করেন।

 

নিউজটি শেয়ার করুন

ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে হবে — প্রধান বিচারপতি

আপডেট সময় ১১:১৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আইন বক্তৃতায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা। তিনি বলেন, “এই ভারসাম্য এমন এক আদর্শের ভিত্তিতে গড়ে উঠবে, যা অ্যারিস্টটলের ‘আইনের শাসন, ব্যক্তির শাসন নয়’ এই দর্শনে বিশ্বাস করে।”

গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও একে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যায়বিচারের ভবিষ্যৎ পুনঃকল্পনা’ শীর্ষক এক আইন বক্তৃতা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। চবির একে খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম জাফর উল্লাহ তালুকদার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের দ্বার খুলে দেবে। তারা ন্যায়বিচার ও সাংবিধানিক কাঠামো নিয়ে গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ হবে। একইসঙ্গে এটি আইনি সংস্কারের চেতনাও জাগ্রত করবে।”

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবি বলেন, “বক্তৃতার বিষয়টি সময়োপযোগী ও ভাবনার খোরাক জাগানো। এটি আমাদের ন্যায়বিচারের ধারণাকে নতুন করে বিশ্লেষণ করতে সহায়তা করবে।” তিনি আয়োজনে সহযোগিতার জন্য একে খান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সচিব সালাহউদ্দিন কাসেম খান এবং ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান।

আলোচনায় বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন বিচারব্যবস্থার গুরুত্ব, গণতান্ত্রিক কাঠামোর শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন করে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানটি শেষ হয় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করে অতিথিদের মূল্যবান মতামত গ্রহণ করেন।