ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমে যাওয়ায় ইউরোপ এখন নিজেরা যুদ্ধবিমান বানানোর চেষ্টা করছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 36

ছবি সংগৃহীত

 

F-35 ও ভবিষ্যতের F-47 বিমানের বিকল্প খুঁজছে ইউরোপ!

অবসরপ্রাপ্ত ব্রিটিশ বিমান কমোডর অ্যান্ড্রু কার্টিস বলেন,
কোনো দেশ যদি F-35 যুদ্ধবিমান এমনভাবে ব্যবহার করে যা আমেরিকার পছন্দ নয়, তাহলে আমেরিকা সেই দেশের বিমানের জন্য টেকনিক্যাল সাহায্য বন্ধ করে দিতে পারে। তখন ওই দেশের যুদ্ধবিমান ঠিকমতো কাজ করবে না।

এই কারণে ইউরোপের দেশগুলো এখন নিজেরা নতুন, উন্নত যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা নিচ্ছে — যেগুলো তারা নিজের মতো করে ব্যবহার ও পরিবর্তন করতে পারবে, আমেরিকার অনুমতির দরকার হবে না।

এর একটি বড় প্রকল্প হচ্ছে যুক্তরাজ্য, ইতালি ও জাপান মিলে তৈরি করা ‘GCAP’ যুদ্ধবিমান, যা ৬ষ্ঠ প্রজন্মের হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন F-47 যুদ্ধবিমান নিয়েও সন্দেহ তৈরি হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মিত্র দেশগুলোর জন্য এই বিমানের ক্ষমতা কমিয়ে দেওয়া হবে।

এই কারণেই অনেক ইউরোপীয় দেশ বলছে — এখন নিজেরাই যুদ্ধবিমান বানানোই ভালো।
আরও সহজ করে চাইলে বলতে পারি — ইউরোপ এখন আর সবকিছুতে আমেরিকার ওপর নির্ভর করতে চাচ্ছে না।

 

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমে যাওয়ায় ইউরোপ এখন নিজেরা যুদ্ধবিমান বানানোর চেষ্টা করছে

আপডেট সময় ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

F-35 ও ভবিষ্যতের F-47 বিমানের বিকল্প খুঁজছে ইউরোপ!

অবসরপ্রাপ্ত ব্রিটিশ বিমান কমোডর অ্যান্ড্রু কার্টিস বলেন,
কোনো দেশ যদি F-35 যুদ্ধবিমান এমনভাবে ব্যবহার করে যা আমেরিকার পছন্দ নয়, তাহলে আমেরিকা সেই দেশের বিমানের জন্য টেকনিক্যাল সাহায্য বন্ধ করে দিতে পারে। তখন ওই দেশের যুদ্ধবিমান ঠিকমতো কাজ করবে না।

এই কারণে ইউরোপের দেশগুলো এখন নিজেরা নতুন, উন্নত যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা নিচ্ছে — যেগুলো তারা নিজের মতো করে ব্যবহার ও পরিবর্তন করতে পারবে, আমেরিকার অনুমতির দরকার হবে না।

এর একটি বড় প্রকল্প হচ্ছে যুক্তরাজ্য, ইতালি ও জাপান মিলে তৈরি করা ‘GCAP’ যুদ্ধবিমান, যা ৬ষ্ঠ প্রজন্মের হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন F-47 যুদ্ধবিমান নিয়েও সন্দেহ তৈরি হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মিত্র দেশগুলোর জন্য এই বিমানের ক্ষমতা কমিয়ে দেওয়া হবে।

এই কারণেই অনেক ইউরোপীয় দেশ বলছে — এখন নিজেরাই যুদ্ধবিমান বানানোই ভালো।
আরও সহজ করে চাইলে বলতে পারি — ইউরোপ এখন আর সবকিছুতে আমেরিকার ওপর নির্ভর করতে চাচ্ছে না।