ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের মণিপুরে দুর্বৃত্তদের গুলিতে কুকি জনগোষ্ঠীর ৪ জন নিহত জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য হবে না: অর্থ উপদেষ্টা জুলাই থেকে কক্সবাজারে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির ফোনালাপ বিতর্কে সাময়িক বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের মূল মর্মবাণী ছিল ফ্যাসিবাদ দূর করে একটি নতুন বাংলাদেশ গড়া: প্রধান উপদেষ্টা ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মাদরাসাছাত্রীর মৃত্যু, নিখোঁজ আরও ২ শিশু যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩ অবশেষে পরীক্ষায় বসলেন আনিসা জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব: আহ্বায়ক নাহিদ ইসলাম

নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব: পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি চেয়ে রিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 31

ছবি সংগৃহীত

 

উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’-এর ছয়টি অধ্যায় ইসলামি শরীয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রবিবার (৪ মে) সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রওশন আলী এ রিটটি দায়ের করেন। রিটটি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য সোমবার (৫ মে) তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে।

রিটে বলা হয়, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’-এর ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ের সুপারিশসমূহ সরাসরি ইসলামী শরীয়ত, দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের বিভিন্ন ধারার সঙ্গে সাংঘর্ষিক। এজন্য বিতর্কিত সুপারিশসমূহ বাস্তবায়ন থেকে বিরত থাকা এবং বিষয়টি পুনঃপর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে।

আইনজীবী রওশন আলী বলেন, “৩১৮ পৃষ্ঠার এই রিপোর্টটি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর নানা মহলে আলোচনার জন্ম দিয়েছে। রিপোর্টের অনেক প্রস্তাবনা ইসলামী মূল্যবোধ, ধর্মীয় বিধান ও সংবিধানের মূলচেতনার সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “অধ্যায় ১১-তে নারী ও পুরুষের সমান উত্তরাধিকার দাবি করা হয়েছে, যা কোরআনের সুরা নিসা (৪:১১)-এর স্পষ্ট নির্দেশনার পরিপন্থি। একইভাবে বহুবিবাহ নিষিদ্ধের প্রস্তাব শরীয়ত এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদে প্রতিফলিত ধর্মচর্চার অধিকার লঙ্ঘন করে।”

রিপোর্টে ‘My Body, My Choice’ স্লোগানকে অন্ধ সমর্থন দেয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে, যা শরীয়তের নৈতিক কাঠামোর বাইরে গিয়ে সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এছাড়া, যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব, এবং ট্রান্সজেন্ডার ও লিঙ্গ পরিচিতি সংক্রান্ত ভাষা শরীয়ত ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয় রিটে।

রিটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এ রিটের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

 

নিউজটি শেয়ার করুন

নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব: পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি চেয়ে রিট

আপডেট সময় ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

 

উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’-এর ছয়টি অধ্যায় ইসলামি শরীয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রবিবার (৪ মে) সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রওশন আলী এ রিটটি দায়ের করেন। রিটটি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য সোমবার (৫ মে) তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে।

রিটে বলা হয়, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’-এর ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ের সুপারিশসমূহ সরাসরি ইসলামী শরীয়ত, দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের বিভিন্ন ধারার সঙ্গে সাংঘর্ষিক। এজন্য বিতর্কিত সুপারিশসমূহ বাস্তবায়ন থেকে বিরত থাকা এবং বিষয়টি পুনঃপর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে।

আইনজীবী রওশন আলী বলেন, “৩১৮ পৃষ্ঠার এই রিপোর্টটি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর নানা মহলে আলোচনার জন্ম দিয়েছে। রিপোর্টের অনেক প্রস্তাবনা ইসলামী মূল্যবোধ, ধর্মীয় বিধান ও সংবিধানের মূলচেতনার সঙ্গে সাংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “অধ্যায় ১১-তে নারী ও পুরুষের সমান উত্তরাধিকার দাবি করা হয়েছে, যা কোরআনের সুরা নিসা (৪:১১)-এর স্পষ্ট নির্দেশনার পরিপন্থি। একইভাবে বহুবিবাহ নিষিদ্ধের প্রস্তাব শরীয়ত এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদে প্রতিফলিত ধর্মচর্চার অধিকার লঙ্ঘন করে।”

রিপোর্টে ‘My Body, My Choice’ স্লোগানকে অন্ধ সমর্থন দেয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে, যা শরীয়তের নৈতিক কাঠামোর বাইরে গিয়ে সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এছাড়া, যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাব, এবং ট্রান্সজেন্ডার ও লিঙ্গ পরিচিতি সংক্রান্ত ভাষা শরীয়ত ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয় রিটে।

রিটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে চলতি সপ্তাহেই এ রিটের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।