০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

প্রাথমিক শিক্ষার মান অবনতি, উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার: গণশিক্ষা উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 237

ছবি সংগৃহীত

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সামগ্রিক অব্যবস্থাপনার কারণে প্রাথমিক শিক্ষার মানে অবনতি ঘটেছে। তবে শিক্ষার এই অবস্থার উত্তরণে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৩ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ওপর দিয়ে একের পর এক ধাক্কা গেছে। করোনা মহামারির সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর নতুন কারিকুলাম চালু হলেও সেটি সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। এসবের ফলে প্রাথমিক শিক্ষায় এক ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়, যার প্রভাব শিক্ষার মানে পড়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এখন এই অবনতি কাটিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “শিক্ষার মান উন্নয়ন হলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী সংখ্যাও বাড়বে।”

বিতর্ক প্রতিযোগিতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বিতর্ক শুধু বক্তৃতা নয় এটি শিশুদের যৌক্তিক চিন্তা, সহনশীলতা, দলবদ্ধভাবে কাজ করা, তথ্য সংগ্রহের দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতেও বিতর্ক কার্যকর ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

এর আগে প্রধান অতিথি ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের উপস্থিতিতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রামগঞ্জ স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক শিক্ষার মান অবনতি, উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার: গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৬:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সামগ্রিক অব্যবস্থাপনার কারণে প্রাথমিক শিক্ষার মানে অবনতি ঘটেছে। তবে শিক্ষার এই অবস্থার উত্তরণে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৩ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ওপর দিয়ে একের পর এক ধাক্কা গেছে। করোনা মহামারির সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর নতুন কারিকুলাম চালু হলেও সেটি সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। এসবের ফলে প্রাথমিক শিক্ষায় এক ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়, যার প্রভাব শিক্ষার মানে পড়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এখন এই অবনতি কাটিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “শিক্ষার মান উন্নয়ন হলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী সংখ্যাও বাড়বে।”

বিতর্ক প্রতিযোগিতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বিতর্ক শুধু বক্তৃতা নয় এটি শিশুদের যৌক্তিক চিন্তা, সহনশীলতা, দলবদ্ধভাবে কাজ করা, তথ্য সংগ্রহের দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতেও বিতর্ক কার্যকর ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

এর আগে প্রধান অতিথি ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের উপস্থিতিতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রামগঞ্জ স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।