জনদুর্ভোগ সৃষ্টি না করে গণতান্ত্রিক পন্থায় দাবি আদায় করুন: শিক্ষা উপদেষ্টা

- আপডেট সময় ০৭:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 26
জনদুর্ভোগ সৃষ্টি না করে গণতান্ত্রিক পন্থায় দাবি আদায়ের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বৃহস্পতিবার (১ মে) ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত তিন দিনব্যাপী সায়েন্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ আয়োজনে রাজধানীসহ সারাদেশের দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষা উপদেষ্টা অনুষ্ঠানস্থলের বিভিন্ন প্রজেক্ট স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন।
ড. রফিকুল আবরার বলেন, “আমরা একটি অস্থির সময় পার করছি। দীর্ঘদিন যারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা এখন সেই অধিকার চর্চার সুযোগ পেয়েছে। আগে যখনই তারা তাদের ন্যায্য দাবির কথা বলত, তখনই রাষ্ট্রযন্ত্র কঠোর হস্তক্ষেপ করত। এখন দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং তা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা বাড়াতে হবে। কারিকুলামকে আরও যুগোপযোগী করে তুলতে হলে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। কারণ, একটি বিজ্ঞানমনস্ক প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারবে।”
শিক্ষা উপদেষ্টা গবেষণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “শুধু পাঠ্যবই মুখস্থ করলেই হবে না, বরং গবেষণাধর্মী শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত করতে হবে। এতে করে তারা চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি দেশের বাস্তব সমস্যা সমাধানে অবদান রাখতে পারবে।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। উপস্থিত দর্শনার্থী ও অতিথিদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
শিক্ষা উপদেষ্টার এ বক্তব্যে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা উৎসাহিত হন এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সায়েন্স কার্নিভাল আগামী দুই দিন চলবে, যেখানে নানা বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী, প্রজেক্ট উপস্থাপনা ও কর্মশালার আয়োজন করা হয়েছে।