ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার: শ্রম উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এক র‍্যালিতে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ এবং স্বাস্থ্য সুরক্ষাসহ সার্বিক স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে আমাদের উন্নয়ন কখনোই টেকসই হবে না। মালিক ও শ্রমিক এক কাতারে এসে কাজ করলে সমাজের চিত্র পাল্টে যাবে।” তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে শ্রমিকদের সুরক্ষা, মজুরি এবং কর্মপরিবেশ উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা।

তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সফরকালে তিনি লক্ষ্য করেছেন, গত দুই-তিন দশকে শ্রমিকদের বেতন কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা অনেক পিছিয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, এই অবস্থা চলতে থাকলে আন্তর্জাতিক সংস্থা থেকে শ্রম বাজারে বাংলাদেশকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের কল্যাণে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবমুখী পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়ন জরুরি। দেশে উৎপাদন ও রপ্তানি নির্ভর অর্থনীতির ভিত মজবুত করতে হলে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও শ্রমিকদের সুরক্ষায় আইনগত কাঠামো আরও শক্তিশালী করার দাবি জানান।

র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, কর্মকর্তা ও সাধারণ শ্রমিকরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার: শ্রম উপদেষ্টা

আপডেট সময় ০২:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এক র‍্যালিতে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ এবং স্বাস্থ্য সুরক্ষাসহ সার্বিক স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে আমাদের উন্নয়ন কখনোই টেকসই হবে না। মালিক ও শ্রমিক এক কাতারে এসে কাজ করলে সমাজের চিত্র পাল্টে যাবে।” তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে শ্রমিকদের সুরক্ষা, মজুরি এবং কর্মপরিবেশ উন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা।

তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সফরকালে তিনি লক্ষ্য করেছেন, গত দুই-তিন দশকে শ্রমিকদের বেতন কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা অনেক পিছিয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, এই অবস্থা চলতে থাকলে আন্তর্জাতিক সংস্থা থেকে শ্রম বাজারে বাংলাদেশকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

ড. সাখাওয়াত হোসেন বলেন, “শ্রমিকদের কল্যাণে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবমুখী পরিকল্পনা এবং সঠিক বাস্তবায়ন জরুরি। দেশে উৎপাদন ও রপ্তানি নির্ভর অর্থনীতির ভিত মজবুত করতে হলে শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তারাও শ্রমিকদের সুরক্ষায় আইনগত কাঠামো আরও শক্তিশালী করার দাবি জানান।

র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, কর্মকর্তা ও সাধারণ শ্রমিকরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।