ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতীয় এয়ারলাইন্সে ফের বিপত্তি, রিয়াদ-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ সরকারের মবকে আশকারা দেওয়ায় র মুখে: মাসুদ কামালআইনের শাসন প্রশ্নে নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার্থীরাই হবে প্রথম সারির কারিগর: শিক্ষা উপদেষ্টা ইরাকে গুহায় অনুসন্ধানের সময় মিথেন গ্যাসে ৮ তুর্কি সেনার মর্মান্তিক মৃত্যু আজ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো শুরু হবে শুল্ক চিঠি : ট্রাম্প আগামী ১০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা ইরানে হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, পুলিশের জলকামান নিক্ষেপ আইফোনে আসছে বড় আপগ্রেড, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি!

দেম্বেলে–দোন্নারুম্মা জাদুতে আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 30

ছবি: সংগৃহীত

 

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের শুরুতেই উসমান দেম্বেলের দুর্দান্ত গোল এবং গোলপোস্টের নিচে জিয়ানলুইজি দোন্নারুম্মার অতিমানবীয় সেভগুলোই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে ‘জর্জিয়ান ম্যারাডোনা’ খ্যাত খিচা কাভারাস্কেইয়া আক্রমণে উঠে বক্সে ঢুকে যান এবং চমৎকারভাবে বল বাড়ান দেম্বেলেকে। বল রিসিভ না করেই বাঁ পায়ে শট নেন ফরাসি এই ফরোয়ার্ড, যা গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করে জালে প্রবেশ করে।

এরপর ম্যাচজুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় উত্তেজনা ধরে রাখে দুই দল। কিন্তু আর্সেনালের একাধিক নিশ্চিত গোলের সুযোগ দোন্নারুম্মার দক্ষতায় নস্যাৎ হয়ে যায়। একে একে লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকিয়ে দেন এই ইতালিয়ান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্সেনাল। ডেকলান রাইসের সেট পিস থেকে মিকেল মেরিনোর হেডে বল জালে ঢুকে যায়। এমিরেটস স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তবে সেমি–অটোমেটেড অফসাইড প্রযুক্তি জানিয়ে দেয়, গোলটি বৈধ নয়। অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সমতাসূচক গোল।

এদিকে পিএসজিও আরও কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। বদলি হিসেবে নামা ব্রাডলি বারকোলা ৮৩ মিনিটে গোলরক্ষকের সঙ্গে একান্তরে বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন। মিনিটখানেক পর আরেক বদলি গনসালো রামোসের শট সোজা গোলরক্ষকের গায়ে লাগে।

তবুও আর্সেনালের মাঠ থেকে মূল্যবান জয় নিয়ে ফিরেছে পিএসজি। এবার নিজেদের ঘরের মাঠ প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগে ড্র করলেই পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করবে ফরাসি জায়ান্টরা।

প্রথম লেগে আর্সেনালের সেই আগ্রাসী রূপ দেখা যায়নি, যা তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখিয়েছিল। বলের নিয়ন্ত্রণ, শটের সংখ্যা কিংবা পাস সব কিছুতেই এগিয়ে ছিল পিএসজি। মিকেল আরতেতার দলের দুর্বলতা যেন ভালো করেই বিশ্লেষণ করে মাঠে নেমেছিলেন লুইস এনরিকে।

ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি, দেম্বেলে ও দোন্নারুম্মার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে। এখন শুধু প্যারিসে শেষ কাজটা সেরে ফেললেই ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেখা যাবে ফরাসি ক্লাবটিকে।

নিউজটি শেয়ার করুন

দেম্বেলে–দোন্নারুম্মা জাদুতে আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

আপডেট সময় ০৯:৫২:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ১–০ গোলের জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের শুরুতেই উসমান দেম্বেলের দুর্দান্ত গোল এবং গোলপোস্টের নিচে জিয়ানলুইজি দোন্নারুম্মার অতিমানবীয় সেভগুলোই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে ‘জর্জিয়ান ম্যারাডোনা’ খ্যাত খিচা কাভারাস্কেইয়া আক্রমণে উঠে বক্সে ঢুকে যান এবং চমৎকারভাবে বল বাড়ান দেম্বেলেকে। বল রিসিভ না করেই বাঁ পায়ে শট নেন ফরাসি এই ফরোয়ার্ড, যা গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করে জালে প্রবেশ করে।

এরপর ম্যাচজুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় উত্তেজনা ধরে রাখে দুই দল। কিন্তু আর্সেনালের একাধিক নিশ্চিত গোলের সুযোগ দোন্নারুম্মার দক্ষতায় নস্যাৎ হয়ে যায়। একে একে লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট ঠেকিয়ে দেন এই ইতালিয়ান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্সেনাল। ডেকলান রাইসের সেট পিস থেকে মিকেল মেরিনোর হেডে বল জালে ঢুকে যায়। এমিরেটস স্টেডিয়ামে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তবে সেমি–অটোমেটেড অফসাইড প্রযুক্তি জানিয়ে দেয়, গোলটি বৈধ নয়। অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সমতাসূচক গোল।

এদিকে পিএসজিও আরও কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। বদলি হিসেবে নামা ব্রাডলি বারকোলা ৮৩ মিনিটে গোলরক্ষকের সঙ্গে একান্তরে বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন। মিনিটখানেক পর আরেক বদলি গনসালো রামোসের শট সোজা গোলরক্ষকের গায়ে লাগে।

তবুও আর্সেনালের মাঠ থেকে মূল্যবান জয় নিয়ে ফিরেছে পিএসজি। এবার নিজেদের ঘরের মাঠ প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগে ড্র করলেই পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করবে ফরাসি জায়ান্টরা।

প্রথম লেগে আর্সেনালের সেই আগ্রাসী রূপ দেখা যায়নি, যা তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখিয়েছিল। বলের নিয়ন্ত্রণ, শটের সংখ্যা কিংবা পাস সব কিছুতেই এগিয়ে ছিল পিএসজি। মিকেল আরতেতার দলের দুর্বলতা যেন ভালো করেই বিশ্লেষণ করে মাঠে নেমেছিলেন লুইস এনরিকে।

ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি, দেম্বেলে ও দোন্নারুম্মার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে। এখন শুধু প্যারিসে শেষ কাজটা সেরে ফেললেই ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেখা যাবে ফরাসি ক্লাবটিকে।