০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বে ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 87

ছবি সংগৃহীত

 

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ অপসারণ প্রচেষ্টার প্রায় ছয় সপ্তাহ পর রোনেন বার এই সিদ্ধান্ত নিলেন। আগামী ১৫ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শিন বেট ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা, যার মূল দায়িত্ব দেশের সন্ত্রাসবাদ দমন। বেশ কিছুদিন ধরেই সংস্থার প্রধান বার এবং নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই টানাপোড়েন অবশেষে পদত্যাগে গিয়ে গড়াল।

বিজ্ঞাপন

সোমবার এক বিবৃতিতে রোনেন বার বলেন, “আমি আমার ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন থেকে পদত্যাগ কার্যকর হবে। এর আগেই একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরী নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করা হবে।”

এর আগে গত ১৬ মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে রোনেন বারের প্রতি আস্থাহীনতার কথা জানান। তিনি অভিযোগ করেন, শিন বেটের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং বার নেতৃত্বের যোগ্য নন।

রোনেন বার পাল্টা দাবি করেন, নেতানিয়াহু তাকে বিক্ষোভকারীদের উপর নজরদারি চালানোর এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলাকে প্রভাবিত করার নির্দেশ দিয়েছিলেন। তিনি এই অনুরোধ প্রত্যাখ্যান করলে সম্পর্কের অবনতি ঘটে। তবে নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেন।

শিন বেট ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের নজিরবিহীন হামলার তদন্তে মুখ্য ভূমিকা রেখেছিল। সেই হামলা দেশজুড়ে নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্নের জন্ম দেয়, যার জেরে শিন বেটের ভূমিকা এবং নেতৃত্ব আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

রোনেন বারের পদত্যাগ ইসরাইলের রাজনৈতিক অঙ্গন ও নিরাপত্তা মহলে নতুন আলোড়ন তুলেছে। কে তার স্থলাভিষিক্ত হবেন, এখন সেদিকেই নজর সকলের।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বে ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা

আপডেট সময় ১১:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থ অপসারণ প্রচেষ্টার প্রায় ছয় সপ্তাহ পর রোনেন বার এই সিদ্ধান্ত নিলেন। আগামী ১৫ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শিন বেট ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা, যার মূল দায়িত্ব দেশের সন্ত্রাসবাদ দমন। বেশ কিছুদিন ধরেই সংস্থার প্রধান বার এবং নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই টানাপোড়েন অবশেষে পদত্যাগে গিয়ে গড়াল।

বিজ্ঞাপন

সোমবার এক বিবৃতিতে রোনেন বার বলেন, “আমি আমার ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন থেকে পদত্যাগ কার্যকর হবে। এর আগেই একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরী নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করা হবে।”

এর আগে গত ১৬ মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে রোনেন বারের প্রতি আস্থাহীনতার কথা জানান। তিনি অভিযোগ করেন, শিন বেটের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং বার নেতৃত্বের যোগ্য নন।

রোনেন বার পাল্টা দাবি করেন, নেতানিয়াহু তাকে বিক্ষোভকারীদের উপর নজরদারি চালানোর এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলাকে প্রভাবিত করার নির্দেশ দিয়েছিলেন। তিনি এই অনুরোধ প্রত্যাখ্যান করলে সম্পর্কের অবনতি ঘটে। তবে নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেন।

শিন বেট ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের নজিরবিহীন হামলার তদন্তে মুখ্য ভূমিকা রেখেছিল। সেই হামলা দেশজুড়ে নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্নের জন্ম দেয়, যার জেরে শিন বেটের ভূমিকা এবং নেতৃত্ব আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

রোনেন বারের পদত্যাগ ইসরাইলের রাজনৈতিক অঙ্গন ও নিরাপত্তা মহলে নতুন আলোড়ন তুলেছে। কে তার স্থলাভিষিক্ত হবেন, এখন সেদিকেই নজর সকলের।