ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৫ আগস্ট ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন উপেক্ষার জবাবে দুর্দান্ত হ্যাটট্রিক রোনালদোর ঢাবির আবাসিক হলে সব ধরনের রাজনীতি বন্ধের ঘোষণা গাজায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার মুসলিম দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউরোপীয় রাব্বানিক সম্মেলন, আয়োজক আজারবাইজান যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা মার্কিন শুল্ক নীতিতে BRICS জোটে নতুন ঐক্যের ঢেউ। চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক গাজা সিটির দিকে ইসরায়েলের পূর্ণ দখল অভিযান, ৮ লাখ মানুষের জীবন হুমকিতে। “ফ্রান্সে দাবানলের তাণ্ডব: পুড়ে গেছে ৪২ হাজার একর এলাকা”

পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশে টানা শাটডাউনের ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 28

ছবি সংগৃহীত

 

ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ কর্মসূচি শুরু হয়ে দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দফা দাবির প্রেক্ষিতে স্পষ্ট রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে ক্লাস ও কার্যক্রম বর্জনের মাধ্যমে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। স্লোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে—“ছয় দফা না, হয় মৃত্যু।”

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ছয় দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন পলিটেকনিক শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো—

প্রথমত, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির বিষয়ে হাইকোর্টের রায় বাতিলসহ এ পদবির পরিবর্তন দাবি করা হয়েছে। একইসঙ্গে মামলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চাকরিচ্যুতির আহ্বান এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।

দ্বিতীয়ত, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বহাল রাখার পাশাপাশি আধুনিক বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম বাস্তবায়নের দাবি করা হয়েছে।

তৃতীয়ত, উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে শুধুমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাস করা শিক্ষার্থীদেরই আবেদন করার সুযোগ রাখার দাবি জানানো হয়। এছাড়া, প্রাইভেট সেক্টরে ন্যূনতম ১৬ হাজার টাকা বেতনের নিশ্চয়তা চাওয়া হয়েছে।

চতুর্থত, কারিগরি শিক্ষা পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক ও অধ্যক্ষসহ অন্যান্য পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগের দাবি করা হয়েছে।

পঞ্চমত, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

ষষ্ঠত, উচ্চশিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গঠনের গেজেট প্রকাশের দাবি করা হয়েছে। পাশাপাশি, প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ আসন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।

নিউজটি শেয়ার করুন

পলিটেকনিক শিক্ষার্থীদের সারা দেশে টানা শাটডাউনের ঘোষণা

আপডেট সময় ১১:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি ছাত্র আন্দোলন সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ কর্মসূচি শুরু হয়ে দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দফা দাবির প্রেক্ষিতে স্পষ্ট রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে ক্লাস ও কার্যক্রম বর্জনের মাধ্যমে শাটডাউন কর্মসূচি পালন করা হবে। স্লোগান হিসেবে ব্যবহার করা হচ্ছে—“ছয় দফা না, হয় মৃত্যু।”

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ছয় দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন পলিটেকনিক শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো—

প্রথমত, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির বিষয়ে হাইকোর্টের রায় বাতিলসহ এ পদবির পরিবর্তন দাবি করা হয়েছে। একইসঙ্গে মামলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চাকরিচ্যুতির আহ্বান এবং ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।

দ্বিতীয়ত, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বহাল রাখার পাশাপাশি আধুনিক বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম বাস্তবায়নের দাবি করা হয়েছে।

তৃতীয়ত, উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে শুধুমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাস করা শিক্ষার্থীদেরই আবেদন করার সুযোগ রাখার দাবি জানানো হয়। এছাড়া, প্রাইভেট সেক্টরে ন্যূনতম ১৬ হাজার টাকা বেতনের নিশ্চয়তা চাওয়া হয়েছে।

চতুর্থত, কারিগরি শিক্ষা পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক ও অধ্যক্ষসহ অন্যান্য পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগের দাবি করা হয়েছে।

পঞ্চমত, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

ষষ্ঠত, উচ্চশিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গঠনের গেজেট প্রকাশের দাবি করা হয়েছে। পাশাপাশি, প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ আসন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।