ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য শতাব্দীর আতঙ্ক ‘নর’ইস্টার’ ঝড় নিয়ে প্রকাশিত হলো চাঞ্চল্যকর সব সত্য উদ্ভিদের গোপন শব্দে সাড়া দেয় পতঙ্গ ও প্রাণীরা: গবেষণায় উদ্ভিদের ভাষার রহস্য উদঘাটন বাংলাদেশের জাহাজ ও বন্দর খাতে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান: নৌ উপদেষ্টা শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে: আলী রীয়াজ অপরাধী যেন কেউ ছাড়া না পায়, কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই নির্বাচন দিন: কুড়িগ্রামে রিজভী মাদরাসা আমাদের ঐতিহ্যের ধারক, এটিকে টিকিয়ে রাখতে হবে: ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইউনূস কখনো ‘জাতীয় সংস্কারক’ উপাধির স্বীকৃতি চান নি: প্রেস উইং

ধানমণ্ডিতে গ্রেপ্তার কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মো. জাফর আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠতে থাকে। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় আলোচনায় আসেন তিনি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় জায়গা হারান জাফর আলম। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তবে পরাজিত হন।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় জাফর আলম ধানমণ্ডিতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত চলছে এবং শিগগিরই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাবেক এই সংসদ সদস্যের গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। স্থানীয় পর্যায়ে তার কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে বিচার প্রক্রিয়ার অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক চক্রান্ত বলেও দাবি করছেন।

পুলিশ জানিয়েছে, জাফর আলমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ধানমণ্ডিতে গ্রেপ্তার কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম

আপডেট সময় ০৮:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

 

কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মো. জাফর আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠতে থাকে। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় আলোচনায় আসেন তিনি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় জায়গা হারান জাফর আলম। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তবে পরাজিত হন।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় জাফর আলম ধানমণ্ডিতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয়। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত চলছে এবং শিগগিরই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাবেক এই সংসদ সদস্যের গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। স্থানীয় পর্যায়ে তার কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল। গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে বিচার প্রক্রিয়ার অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক চক্রান্ত বলেও দাবি করছেন।

পুলিশ জানিয়েছে, জাফর আলমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।