ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ ককেশাসে বিদেশি বাহিনী অগ্রহণযোগ্য: ইরান অনুসন্ধান প্রতিবেদন দাখিলে গাফিলতি, দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত সন্ত্রাসবাদ ও আইন লঙ্ঘনের অভিযোগে শিক্ষার্থীদের ভিসা বাতিল ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা ১০ দিনের মধ্যেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অগ্রগতি: জেলেনস্কি রাজবাড়ীতে হাসপাতালে স্বামীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল তৃপ্তি দিমরির খোলামেলা স্বীকারোক্তি: অভিনেত্রী হওয়ার জন্য মরতেও প্রস্তুত ছিলেন ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বিশ্রামে ভিনিসিয়ুস বিশ্ব আলোকচিত্র দিবস আজ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নে কমিটি গঠন

সিন্ধু নদীতে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত: বিলাওয়ালের কঠোর হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 16

ছবি সংগৃহীত

 

চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুমকি দিয়েছে ভারত। কাশ্মীর হামলার জেরে ভারতের এই একতরফা সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে।

শুক্রবার সুক্কুরে এক বিশাল জনসভায় পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘সিন্ধু নদী আমাদের, এবং এটা আমাদেরই থাকবে।’

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিন্ধুতে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।’ বিলাওয়াল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পাকিস্তান মহান সিন্ধু সভ্যতার বৈধ উত্তরসূরি হিসেবে এই নদীর ওপর তাদের দাবি কখনোই ত্যাগ করবে না।

কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের একতরফাভাবে পানিচুক্তি থেকে সরে যাওয়ার প্রতিক্রিয়ায় বিলাওয়াল বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়তো সিন্ধু সভ্যতার উত্তরাধিকার নিয়ে গর্ব করতে পারেন, কিন্তু প্রকৃত অভিভাবকরা রয়েছেন পাকিস্তানের মাটিতে।’

তিনি জানান, বিতর্কিত ছয়টি নতুন খাল নির্মাণের বিষয়ে এখন কেন্দ্রীয় সরকার সব প্রদেশের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় সম্মত হয়েছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই নদীতে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত।’

মোদি সরকারের সিন্ধু সভ্যতার দাবির জবাবে বিলাওয়াল বলেন, ‘তিনি বলেছেন তারা হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরসূরি, কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে। আমরাই এর প্রকৃত রক্ষক, এবং আমরা এটিকে রক্ষা করব।’ তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মোদির কোনো অন্যায় পদক্ষেপ সহ্য করবে না।

বিলাওয়াল বলেন, ভারত সরকার পাকিস্তানের পানির দিকে নজর দিয়েছে, আর এই পরিস্থিতিতে পাকিস্তানের চারটি প্রদেশ ঐক্যবদ্ধ। সবাই মিলে সিন্ধুর পানি রক্ষায় প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা দুনিয়াকে জানিয়ে দেব, সিন্ধুর ওপর ডাকাতি বরদাস্ত করা হবে না।’

পাকিস্তানের সবচেয়ে কমবয়সী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বিলাওয়াল জানান, পাকিস্তান এবং এর জনগণ ভারতের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। কারণ পাকিস্তানিরাও সন্ত্রাসবাদের শিকার। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করে ভারত সিন্ধু চুক্তি বাতিল করছে।

পিপিপি চেয়ারম্যান তার সমর্থকদের আহ্বান জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং নদী রক্ষার লড়াইয়ে প্রস্তুতি নিতে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আশ্বস্ত করে তিনি বলেন, যদিও পিপিপি ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য আছে, তবুও ভারতের মোকাবেলায় তারা একসাথে থাকবে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

নিউজটি শেয়ার করুন

সিন্ধু নদীতে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত: বিলাওয়ালের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় ০৩:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানকে এক ফোঁটাও সিন্ধু নদীর পানি না দেওয়ার হুমকি দিয়েছে ভারত। কাশ্মীর হামলার জেরে ভারতের এই একতরফা সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে।

শুক্রবার সুক্কুরে এক বিশাল জনসভায় পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘সিন্ধু নদী আমাদের, এবং এটা আমাদেরই থাকবে।’

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিন্ধুতে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত।’ বিলাওয়াল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পাকিস্তান মহান সিন্ধু সভ্যতার বৈধ উত্তরসূরি হিসেবে এই নদীর ওপর তাদের দাবি কখনোই ত্যাগ করবে না।

কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের একতরফাভাবে পানিচুক্তি থেকে সরে যাওয়ার প্রতিক্রিয়ায় বিলাওয়াল বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়তো সিন্ধু সভ্যতার উত্তরাধিকার নিয়ে গর্ব করতে পারেন, কিন্তু প্রকৃত অভিভাবকরা রয়েছেন পাকিস্তানের মাটিতে।’

তিনি জানান, বিতর্কিত ছয়টি নতুন খাল নির্মাণের বিষয়ে এখন কেন্দ্রীয় সরকার সব প্রদেশের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় সম্মত হয়েছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই নদীতে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত।’

মোদি সরকারের সিন্ধু সভ্যতার দাবির জবাবে বিলাওয়াল বলেন, ‘তিনি বলেছেন তারা হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরসূরি, কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে। আমরাই এর প্রকৃত রক্ষক, এবং আমরা এটিকে রক্ষা করব।’ তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় কেউই মোদির কোনো অন্যায় পদক্ষেপ সহ্য করবে না।

বিলাওয়াল বলেন, ভারত সরকার পাকিস্তানের পানির দিকে নজর দিয়েছে, আর এই পরিস্থিতিতে পাকিস্তানের চারটি প্রদেশ ঐক্যবদ্ধ। সবাই মিলে সিন্ধুর পানি রক্ষায় প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা দুনিয়াকে জানিয়ে দেব, সিন্ধুর ওপর ডাকাতি বরদাস্ত করা হবে না।’

পাকিস্তানের সবচেয়ে কমবয়সী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বিলাওয়াল জানান, পাকিস্তান এবং এর জনগণ ভারতের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। কারণ পাকিস্তানিরাও সন্ত্রাসবাদের শিকার। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করে ভারত সিন্ধু চুক্তি বাতিল করছে।

পিপিপি চেয়ারম্যান তার সমর্থকদের আহ্বান জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং নদী রক্ষার লড়াইয়ে প্রস্তুতি নিতে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আশ্বস্ত করে তিনি বলেন, যদিও পিপিপি ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য আছে, তবুও ভারতের মোকাবেলায় তারা একসাথে থাকবে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।