ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগরিকার হ্যাটট্রিক: শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ বিএনপির দুই পক্ষে সংঘর্ষ: পাবনায় ১০ নেতাকর্মীর বহিষ্কার কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিটের অভিযান চারদিন সাগরে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার: এখনও নিখোঁজ ৩ বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি: ‘ন ডরাই’ এর বিনিময়ে ফয়জুল করীম: ‘দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে ইউরোপীয় ইউনিয়ন হাসপাতাল নিতে বলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: আতঙ্কজনক ঘটনা ডেঙ্গু আতঙ্ক: মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭

আজ তৃতীয় দফায় ওমানে পরমাণু আলোচনা নিয়ে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় দফা আলোচনা আজ শনিবার ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আলোচনায় অংশ নিচ্ছেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞ দলকে নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, দুই দেশের মধ্যে এই আলোচনার সূচনা হয় গত ১২ এপ্রিল। এর আগে, ওমানের রাজধানী মাস্কট এবং ইতালির রোমে দুই দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

ইরানের পক্ষ থেকে আরাগচি জানিয়েছেন, শনিবারের আলোচনা তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুরু করতে যাচ্ছেন। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, যদি যুক্তরাষ্ট্রও আলোচনায় একই গুরুত্ব প্রদর্শন করে, তবে এই সংলাপে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন করে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিশ্ব রাজনীতিতে উত্তেজনা কমাতে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ওমানের এই বৈঠক দুই দেশের পারমাণবিক ইস্যুতে সমঝোতার নতুন পথ খুলে দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আজ তৃতীয় দফায় ওমানে পরমাণু আলোচনা নিয়ে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় দফা আলোচনা আজ শনিবার ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আলোচনায় অংশ নিচ্ছেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞ দলকে নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, দুই দেশের মধ্যে এই আলোচনার সূচনা হয় গত ১২ এপ্রিল। এর আগে, ওমানের রাজধানী মাস্কট এবং ইতালির রোমে দুই দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

ইরানের পক্ষ থেকে আরাগচি জানিয়েছেন, শনিবারের আলোচনা তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুরু করতে যাচ্ছেন। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, যদি যুক্তরাষ্ট্রও আলোচনায় একই গুরুত্ব প্রদর্শন করে, তবে এই সংলাপে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন করে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিশ্ব রাজনীতিতে উত্তেজনা কমাতে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ওমানের এই বৈঠক দুই দেশের পারমাণবিক ইস্যুতে সমঝোতার নতুন পথ খুলে দিতে পারে।