ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

সিলেট টেস্টে ব্যাটিং ধস, মুজারাবানির সামনে আত্মসমর্পণ টাইগারদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 26

ছবি সংগৃহীত

 

সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ২৫৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১৭৪ রান। টাইগার ব্যাটারদের একের পর এক ব্যর্থতায় প্রতিরোধ গড়তে পারেনি দলটি। বিশেষ করে ব্লেসিং মুজারাবানির বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত হয়ে যায় শান্ত-মিরাজরা।

চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে। কিন্তু দিনের দ্বিতীয় বলেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মুজারাবানির শর্ট বলে পুল শট খেলতে গিয়ে টাইমিং মিস করেন তিনি। বলটি ব্যাটের ওপরের দিকে লেগে সরাসরি চলে যায় লং লেগে দাঁড়িয়ে থাকা নিয়াউচির হাতে।

শান্তর বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে চাপ কাটাতে। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১৬ বল খেলে ১১ রান করে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন মুজারাবানির বলে। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। তিনি ৩ বল মোকাবিলা করে মাত্র ১ রান করেন।

এরপর ওয়েলিংটন মাসাকাদজার বলে ডিপ মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন হাসান মাহমুদ। ৫৮ বল খেলে ১২ রানেই শেষ হয় তার ইনিংস। একই ওভারে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন খালেদ আহমেদ। শেষ উইকেট হিসেবে জাকির হাসানকে তুলে নেন মুজারাবানি। এর মাধ্যমে ইনিংসে ছয় উইকেট শিকার করে জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট শিকারের তালিকায় জায়গা করে নেন তিনি।

মুজারাবানির দারুণ বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে কেবল শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, বাকিরা ছিলেন হতাশাজনক। ফলস্বরূপ, জিম্বাবুয়ের সামনে এখন সহজ লক্ষ্য। এখন দেখার বিষয়, বোলাররা এই ছোট লক্ষ্য রক্ষায় কতটা লড়াই করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

সিলেট টেস্টে ব্যাটিং ধস, মুজারাবানির সামনে আত্মসমর্পণ টাইগারদের

আপডেট সময় ০২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ২৫৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ফলে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১৭৪ রান। টাইগার ব্যাটারদের একের পর এক ব্যর্থতায় প্রতিরোধ গড়তে পারেনি দলটি। বিশেষ করে ব্লেসিং মুজারাবানির বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত হয়ে যায় শান্ত-মিরাজরা।

চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে। কিন্তু দিনের দ্বিতীয় বলেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মুজারাবানির শর্ট বলে পুল শট খেলতে গিয়ে টাইমিং মিস করেন তিনি। বলটি ব্যাটের ওপরের দিকে লেগে সরাসরি চলে যায় লং লেগে দাঁড়িয়ে থাকা নিয়াউচির হাতে।

শান্তর বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে চাপ কাটাতে। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১৬ বল খেলে ১১ রান করে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন মুজারাবানির বলে। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। তিনি ৩ বল মোকাবিলা করে মাত্র ১ রান করেন।

এরপর ওয়েলিংটন মাসাকাদজার বলে ডিপ মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন হাসান মাহমুদ। ৫৮ বল খেলে ১২ রানেই শেষ হয় তার ইনিংস। একই ওভারে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন খালেদ আহমেদ। শেষ উইকেট হিসেবে জাকির হাসানকে তুলে নেন মুজারাবানি। এর মাধ্যমে ইনিংসে ছয় উইকেট শিকার করে জিম্বাবুয়ের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট শিকারের তালিকায় জায়গা করে নেন তিনি।

মুজারাবানির দারুণ বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে কেবল শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, বাকিরা ছিলেন হতাশাজনক। ফলস্বরূপ, জিম্বাবুয়ের সামনে এখন সহজ লক্ষ্য। এখন দেখার বিষয়, বোলাররা এই ছোট লক্ষ্য রক্ষায় কতটা লড়াই করতে পারেন।