ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ মিনারে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘৩৬ জুলাই’ “শেখ হাসিনা: সব অপরাধের নিউক্লিয়াস, বললেন চিফ প্রসিকিউটর” ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত “১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক” কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে, আটক ৫ সাইবার সিকিউরিটিখাতে এ বছরের সবচেয়ে বড় ডিল – ইসরায়েলি কোম্পানি বিক্রি হচ্ছে ২৫ বিলিয়ন ডলারে “ইরান চায় চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান” “রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার” “হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে”

লন্ডনে সেরা কূটনীতিক সম্মানে ভূষিত হলেন বাংলাদেশের সোনিয়া মুন্নি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 72

ছবি সংগৃহীত

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার অর্জন করেছেন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেছে লন্ডনের প্রখ্যাত ডিপ্লোম্যাট ম্যাগাজিন।

গত মঙ্গলবার লন্ডনের হিলটন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সোনিয়া মুন্নির হাতে এ সম্মাননা তুলে দেন বিবিসি’র খ্যাতিমান কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেল।

বিশ্বের ১০০টিরও বেশি দেশের কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান ছিল ‘ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’-এর ১৫তম বর্ষপূর্তি। প্রতি বছর যুক্তরাজ্যে নিযুক্ত কূটনীতিকদের স্বতঃস্ফূর্ত ভোট ও মনোনয়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। লন্ডনে অবস্থিত প্রায় ১৮০টি দেশের দূতাবাস ও হাই কমিশনের প্রতিনিধিরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সোনিয়া মুন্নি বলেন, “আমি গর্বিত যে, বৈশ্বিক কূটনীতির প্রাণকেন্দ্র লন্ডনে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। এই সম্মান আমার দেশের প্রতি আন্তরিক ভালোবাসা এবং দায়িত্ববোধের প্রতিফলন।”

সোনিয়া মুন্নি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিদেশ-বিষয়ক) ৩৪তম ব্যাচের একজন দক্ষ কূটনীতিক। লন্ডনে তার এই প্রথম পোস্টিং, যেখানে তিনি কমনওয়েলথ সংক্রান্ত দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার এই উচ্চশিক্ষা ও বৈশ্বিক অভিজ্ঞতা তাকে একজন প্রাজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন কূটনীতিকে পরিণত করেছে।

‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার’ পুরস্কার তরুণ কূটনীতিকদের স্বীকৃতি দেয় যারা আন্তর্জাতিক সম্পর্ক জগতে নতুন নেতৃত্বের সম্ভাবনা জাগিয়ে তোলে। সোনিয়া মুন্নির এই অর্জন বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল সংযোজন।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে সেরা কূটনীতিক সম্মানে ভূষিত হলেন বাংলাদেশের সোনিয়া মুন্নি

আপডেট সময় ১১:১৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কার অর্জন করেছেন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করেছে লন্ডনের প্রখ্যাত ডিপ্লোম্যাট ম্যাগাজিন।

গত মঙ্গলবার লন্ডনের হিলটন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সোনিয়া মুন্নির হাতে এ সম্মাননা তুলে দেন বিবিসি’র খ্যাতিমান কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেল।

বিশ্বের ১০০টিরও বেশি দেশের কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান ছিল ‘ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’-এর ১৫তম বর্ষপূর্তি। প্রতি বছর যুক্তরাজ্যে নিযুক্ত কূটনীতিকদের স্বতঃস্ফূর্ত ভোট ও মনোনয়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। লন্ডনে অবস্থিত প্রায় ১৮০টি দেশের দূতাবাস ও হাই কমিশনের প্রতিনিধিরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সোনিয়া মুন্নি বলেন, “আমি গর্বিত যে, বৈশ্বিক কূটনীতির প্রাণকেন্দ্র লন্ডনে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। এই সম্মান আমার দেশের প্রতি আন্তরিক ভালোবাসা এবং দায়িত্ববোধের প্রতিফলন।”

সোনিয়া মুন্নি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিদেশ-বিষয়ক) ৩৪তম ব্যাচের একজন দক্ষ কূটনীতিক। লন্ডনে তার এই প্রথম পোস্টিং, যেখানে তিনি কমনওয়েলথ সংক্রান্ত দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার এই উচ্চশিক্ষা ও বৈশ্বিক অভিজ্ঞতা তাকে একজন প্রাজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন কূটনীতিকে পরিণত করেছে।

‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার’ পুরস্কার তরুণ কূটনীতিকদের স্বীকৃতি দেয় যারা আন্তর্জাতিক সম্পর্ক জগতে নতুন নেতৃত্বের সম্ভাবনা জাগিয়ে তোলে। সোনিয়া মুন্নির এই অর্জন বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল সংযোজন।