কাতারের আমিরের মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

- আপডেট সময় ০৪:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 29
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সম্মেলনের ফাঁকে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
ড. ইউনূস সোমবার রাত ৯টা ৪০ মিনিটে স্থানীয় সময় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে বিমানবন্দরে অবতরণ করার পর কাতারের প্রটোকলপ্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে স্বাগত জানান।
এরপর মঙ্গলবার সকালে দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে কাতারের বিভিন্ন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে ২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আর্থনা শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।
চার দিনের কাতার সফরে ড. মুহাম্মদ ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার এ সফরকে কেন্দ্র করে কাতার-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতির সঞ্চার হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এছাড়া, এই সফর দুদেশের আর্থিক ও সামাজিক খাতে পারস্পরিক বিনিয়োগ এবং উন্নয়নের সম্ভাবনাকেও সামনে নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।