০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে ডেলটা এয়ারলাইন্সের বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা ২৯৪ যাত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 95

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের মুহূর্তে ডেলটা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আকস্মিকভাবে আগুন ধরে যায়। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত ঘটে। বিমানে থাকা ২৮২ যাত্রী ও ১২ জন ক্রু সদস্য অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে হঠাৎ করে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এ সময় যাত্রীরা বিমানের ভেতরে অবস্থান করছিলেন এবং উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ফ্লাইট ক্রু সদস্যরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জরুরি স্লাইড খুলে যাত্রীদের নামিয়ে আনেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা কর্মীরা যাত্রীদের নিরাপদে বের করে আনতে সহায়তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের ডানদিকের ইঞ্জিন থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঠে আসছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে স্লাইড বেয়ে নিচে নেমে আসছেন।

ডেলটা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটির দুই ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন লাগার বিষয়টি প্রথমে নজরে আসে। এরপরই নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে কী কারণে এই আগুন লেগেছে তা জানা না গেলেও, রক্ষণাবেক্ষণ বিভাগ এ বিষয়ে বিস্তারিত তদন্ত করবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে পড়েন এবং অনেকেই সাময়িক শারীরিক ও মানসিক ধাক্কা খেয়েছেন বলে জানা গেছে। বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং সাময়িকভাবে ওই রানওয়ে ব্যবহার বন্ধ রাখা হয়।

রক্ষণাবেক্ষণ কর্মীরা ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছেন এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমানের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে ডেলটা এয়ারলাইন্সের বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা ২৯৪ যাত্রী

আপডেট সময় ০২:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের মুহূর্তে ডেলটা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আকস্মিকভাবে আগুন ধরে যায়। সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত ঘটে। বিমানে থাকা ২৮২ যাত্রী ও ১২ জন ক্রু সদস্য অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে হঠাৎ করে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এ সময় যাত্রীরা বিমানের ভেতরে অবস্থান করছিলেন এবং উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ফ্লাইট ক্রু সদস্যরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জরুরি স্লাইড খুলে যাত্রীদের নামিয়ে আনেন।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা কর্মীরা যাত্রীদের নিরাপদে বের করে আনতে সহায়তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের ডানদিকের ইঞ্জিন থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঠে আসছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে স্লাইড বেয়ে নিচে নেমে আসছেন।

ডেলটা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটির দুই ইঞ্জিনের একটির টেলপাইপে আগুন লাগার বিষয়টি প্রথমে নজরে আসে। এরপরই নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে কী কারণে এই আগুন লেগেছে তা জানা না গেলেও, রক্ষণাবেক্ষণ বিভাগ এ বিষয়ে বিস্তারিত তদন্ত করবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে পড়েন এবং অনেকেই সাময়িক শারীরিক ও মানসিক ধাক্কা খেয়েছেন বলে জানা গেছে। বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং সাময়িকভাবে ওই রানওয়ে ব্যবহার বন্ধ রাখা হয়।

রক্ষণাবেক্ষণ কর্মীরা ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু করেছেন এবং প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমানের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।