জার্মানির বাড নাউহাইমেবন্দুক হামলায় নিহত ২, হামলাকারী পলাতক

- আপডেট সময় ০৫:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / 19
জার্মানির মধ্যাঞ্চলে অবস্থিত বাড নাউহাইমে একটি গুলির ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
ঘটনাস্থলটি ফ্রাংকফুর্ট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানায়, এক অ্যাপার্টমেন্ট ভবনের সামনেই দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় বা বয়স সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। বার্তা সংস্থা ডিপিএ পুলিশের বরাত দিয়ে জানায়, “আমরা এখন পর্যন্ত একজন সন্দেহভাজন অপরাধীর খোঁজ পেয়েছি, তবে এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।”
হামলার পরপরই সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং আশপাশের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও পুলিশ আশ্বস্ত করেছে যে, এই মুহূর্তে জনগণের জন্য কোনো তাত্ক্ষণিক বিপদের সম্ভাবনা নেই। এলাকাবাসীকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানালেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি কেন ঘটলো, এর পেছনের কারণ কী, কিংবা হামলাকারী নিহতদের পূর্বপরিচিত ছিল কি না — এসব বিষয় নিয়ে এখনো তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত না সন্দেহভাজনকে আটক করা হচ্ছে, ততক্ষণ তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত থাকবে তারা।
জার্মানির শান্ত শহর বাড নাউহাইমে এমন একটি ঘটনায় স্থানীয়রা ভীত ও উদ্বিগ্ন। অনেকে বলছেন, এমন সহিংসতা সাধারণত এ এলাকায় দেখা যায় না। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এখন পুরো ঘটনাটি ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
পাঠকদেরকে অনুরোধ করা হচ্ছে, কেউ যদি সন্দেহভাজন বা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য দেখে থাকেন, তবে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।