০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

জাপানের ফুকুওকার পথে মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত: তিন জনের মৃত্যু, বেঁচে ফিরলেন তিনজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 113

ছবি সংগৃহীত

 

দক্ষিণ-পশ্চিম জাপানের সমুদ্রপথে এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনজন। জাপানের কোস্টগার্ডের তথ্যমতে, রবিবার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকার উদ্দেশে যাত্রাকালে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।

বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে সময় লাগে বেশ কয়েক ঘণ্টা। অবশেষে একটি টহল জাহাজ সমুদ্রের বুকে ধ্বংসাবশেষের মাঝে ছয়জন যাত্রীর সন্ধান পায়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়, আর বাকি তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ছিলেন ৮৬ বছর বয়সী এক রোগী, তার পরিবারের ৬৮ বছর বয়সী একজন সদস্য এবং ৩৪ বছর বয়সী এক চিকিৎসক। উদ্ধারকৃত তিনজনের মধ্যে রয়েছেন হেলিকপ্টারের পাইলট, মেকানিক ও অপর এক যাত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান রিউজি টোমিনাগা ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “রোগীকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে এমন একটি দুর্ঘটনা সত্যিই গভীর বেদনার।”

হেলিকপ্টার পরিচালনাকারী সংস্থার একজন মুখপাত্র জানান, পাইলট ও মেকানিক উভয়েই অভিজ্ঞ ছিলেন এবং ঘটনার সময় আবহাওয়াও অনুকূলে ছিল। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। জাপানের জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

আসাহি শিম্বুন পত্রিকার তথ্যমতে, একই কোম্পানির আরেকটি হেলিকপ্টার গত বছরের জুলাই মাসে ফুকুওকা অঞ্চলে কৃষিজমিতে বিধ্বস্ত হয়ে দুজনের প্রাণ নিয়েছিল। পরপর দুটি দুর্ঘটনা প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাপনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিলো, জরুরি স্বাস্থ্যসেবায় ব্যবহৃত পরিবহনের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। মানুষ যখন জীবন রক্ষার আশায় হেলিকপ্টারে চড়েন, তখন এমন পরিণতি নিঃসন্দেহে শোকাবহ ও অগ্রহণযোগ্য।

নিউজটি শেয়ার করুন

জাপানের ফুকুওকার পথে মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত: তিন জনের মৃত্যু, বেঁচে ফিরলেন তিনজন

আপডেট সময় ০৫:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

দক্ষিণ-পশ্চিম জাপানের সমুদ্রপথে এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনজন। জাপানের কোস্টগার্ডের তথ্যমতে, রবিবার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকার উদ্দেশে যাত্রাকালে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়।

বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে সময় লাগে বেশ কয়েক ঘণ্টা। অবশেষে একটি টহল জাহাজ সমুদ্রের বুকে ধ্বংসাবশেষের মাঝে ছয়জন যাত্রীর সন্ধান পায়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়, আর বাকি তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে ছিলেন ৮৬ বছর বয়সী এক রোগী, তার পরিবারের ৬৮ বছর বয়সী একজন সদস্য এবং ৩৪ বছর বয়সী এক চিকিৎসক। উদ্ধারকৃত তিনজনের মধ্যে রয়েছেন হেলিকপ্টারের পাইলট, মেকানিক ও অপর এক যাত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান রিউজি টোমিনাগা ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “রোগীকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে এমন একটি দুর্ঘটনা সত্যিই গভীর বেদনার।”

হেলিকপ্টার পরিচালনাকারী সংস্থার একজন মুখপাত্র জানান, পাইলট ও মেকানিক উভয়েই অভিজ্ঞ ছিলেন এবং ঘটনার সময় আবহাওয়াও অনুকূলে ছিল। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। জাপানের জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

আসাহি শিম্বুন পত্রিকার তথ্যমতে, একই কোম্পানির আরেকটি হেলিকপ্টার গত বছরের জুলাই মাসে ফুকুওকা অঞ্চলে কৃষিজমিতে বিধ্বস্ত হয়ে দুজনের প্রাণ নিয়েছিল। পরপর দুটি দুর্ঘটনা প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থাপনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিলো, জরুরি স্বাস্থ্যসেবায় ব্যবহৃত পরিবহনের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। মানুষ যখন জীবন রক্ষার আশায় হেলিকপ্টারে চড়েন, তখন এমন পরিণতি নিঃসন্দেহে শোকাবহ ও অগ্রহণযোগ্য।