লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর ৭ পুশইন
- আপডেট সময় ০৩:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 115
আজ ভোর ৫ টার সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন এর অধীনস্থ খারিজা জোংড়া বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৮২/২ এস এর বিপরীতে ভারতীয় ১৫৭ বিএসএফ এর মহেশমারী ক্যাম্পের সদস্যরা ০৭ জন ব্যক্তিকে পুশ-ইন এর চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্য লাইনে অবস্থান করছে। বর্তমানে উক্ত এলাকায় বিজিবি অবস্থান করছেন।
যাদের পুশ ইন কারা হয়েছে: মোঃ কাওছার আলী (৭০), পিতা মৃত আব্দুর রহমান।মোঃ খুরশিদ (৫০) পিতা মৃত আবদুর রহমান। মোছাঃ মুন্নি খাতুন (৫৯),স্বামি মোঃ কাওছার আলী। মোছাঃ তারা খাতুন (৪৫), স্বামী মোঃ খুরশিদ। মোছাঃ রেজিয়া (১২), পিতা, মোঃ খুরশিদ। মোছাঃ ছানিয়া খাতুন (১০), পিতা মোঃ খুরশিদ মোছাঃ আমেনা খাতুন (০৭), পিতা মোঃ খুরশিদ সবার গ্রামঃ+পোঃ খালিশপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ খুলনা।
বর্ণিত ঘটনায়, বিজিবি কর্তৃক বিএসএফের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা যায়।


























