ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ, আটক বিজিবির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ শিশু।

বুধবার (১৪ মে) সকালে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। সকাল ৮টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল ওই এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের বয়স আনুমানিক ৫ থেকে ৫৫ বছরের মধ্যে। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করেছেন। তবে বিজিবি সূত্র জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পর বিজিবি সদস্যরা আটগ্রাম সীমান্তে অনুপ্রবেশকারী এই দলটিকে চিহ্নিত করে। পরে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারছে, এই ব্যক্তিরা কীভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে কীভাবে অবস্থান করছিলেন। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবি আওতাধীন সব এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আটগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে এবং যাদের পুশইন করা হয়েছে তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সীমান্তে বারবার পুশইনের এমন ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করল বিএসএফ, আটক বিজিবির

আপডেট সময় ০৫:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ শিশু।

বুধবার (১৪ মে) সকালে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। সকাল ৮টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল ওই এলাকা থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের বয়স আনুমানিক ৫ থেকে ৫৫ বছরের মধ্যে। তারা সবাই নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করেছেন। তবে বিজিবি সূত্র জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পর বিজিবি সদস্যরা আটগ্রাম সীমান্তে অনুপ্রবেশকারী এই দলটিকে চিহ্নিত করে। পরে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারছে, এই ব্যক্তিরা কীভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে কীভাবে অবস্থান করছিলেন। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবি আওতাধীন সব এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আটগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে এবং যাদের পুশইন করা হয়েছে তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সীমান্তে বারবার পুশইনের এমন ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।