ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

কোস্টগার্ডের অভিযানে পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংসসহ ট্রলার জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। অভিযানের সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারও জব্দ করা হয়। তবে অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

আজ শনিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সাগর মোহনার হরিণঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে জব্দ করা ট্রলারসহ হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘জব্দ করা হরিণের মাংস বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আজ শনিবার আদালত বন্ধ থাকায় মাংস সংরক্ষণ করা হয়েছে। আগামীকাল রোববার আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রশীদ বলেন, ‘বনদস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সুন্দরবন উপকূলীয় অঞ্চলে হরিণ শিকার একটি বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচিত। বনজ সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলেও এক শ্রেণির অসাধু চক্র এখনও হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িত রয়েছে। তবে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযান এসব অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

নিউজটি শেয়ার করুন

কোস্টগার্ডের অভিযানে পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংসসহ ট্রলার জব্দ

আপডেট সময় ০৬:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। অভিযানের সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারও জব্দ করা হয়। তবে অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।

আজ শনিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সাগর মোহনার হরিণঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে জব্দ করা ট্রলারসহ হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘জব্দ করা হরিণের মাংস বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আজ শনিবার আদালত বন্ধ থাকায় মাংস সংরক্ষণ করা হয়েছে। আগামীকাল রোববার আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রশীদ বলেন, ‘বনদস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, সুন্দরবন উপকূলীয় অঞ্চলে হরিণ শিকার একটি বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচিত। বনজ সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকলেও এক শ্রেণির অসাধু চক্র এখনও হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িত রয়েছে। তবে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযান এসব অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।