বর্ণাঢ্য কুচকাওয়াজের সাথে নৌবাহিনীতে যোগ দিল ৪৬৩ তরুণ নাবিক

- আপডেট সময় ০৪:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 1
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ। রোববার (২৫ মে) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রতি আনুগত্যের শপথ নেন নবীন সদস্যরা।
সকাল ১০টায় বাদ্যের তালে শুরু হওয়া কুচকাওয়াজে অংশ নেন ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে গঠিত এই নবীন নাবিক দল। তাদের দৃপ্ত পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো প্যারেড গ্রাউন্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণ ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সশস্ত্র সালাম গ্রহণ করেন। বক্তব্যে তিনি বলেন, “ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই একজন নাবিকের প্রকৃত দায়িত্ববোধ নিহিত থাকে।”
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা, নবীন নাবিকদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সন্তানদের দেশরক্ষার কুচকাওয়াজ দেখতে এসে অনেক অভিভাবক আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ তিনজন নাবিককে পুরস্কৃত করা হয়। ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন মো. গালিব আল মাহাদী অর্ণব। দ্বিতীয় স্থান অধিকার করেন মো. হাসিব হোসেন এবং তৃতীয় হন নাঈম গাজী।
‘শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়’ এই স্লোগান ধারণ করে নবীন নাবিকদের নিয়ে দেশবাসীর প্রত্যাশা, তারা শুধু সমুদ্রসীমা নয়, বরং আগামীর উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গঠনে রাখবে বলিষ্ঠ ভূমিকা।