ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের তারিখ জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব ইউক্রেন যুদ্ধের ড্রোন কৌশল থেকে শিক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র – ট্রাম্প ২০২৫ সালে শিল্পের সঙ্গে শিল্পোউদ্যোক্তাদেরও মেরে ফেলা হচ্ছে: বিটিএমএ সভাপতি গঠনমূলক সমালোচনার ওপর জোর দিলেন তারেক রহমান, প্রত্যাশা অবাধ নির্বাচনের আজ বিশ্ব থাইরয়েড দিবস: দ্রুত শনাক্ত করুন, সুস্থ থাকুন ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না: গয়েশ্বর বন্দরে অচলাবস্থা: কলম বিরতিতে থেমে গেছে চট্টগ্রাম কাস্টমসের কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পুরস্কার জয় করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আলোচনার আশ্বাসে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

আজ ২৫ মে (রোববার), জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হচ্ছে। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি অর্জন করলেও নজরুল ছিলেন একাধিক পরিচয়ে অনন্য—কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার ও অভিনেতা। তার সাহিত্য ও সঙ্গীত বাংলা সংস্কৃতিতে এক নবজাগরণের সূচনা করে। রাগ-রাগিণীর বৈচিত্র্যময় ব্যবহারে বাংলা সঙ্গীতকে তিনি পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।

প্রেম, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতিধ্বনি তার লেখায়। নজরুলের কণ্ঠে উচ্চারিত অসাম্প্রদায়িক চেতনা যুগে যুগে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মানুষের প্রেরণা হয়ে উঠেছে। মহান মুক্তিযুদ্ধের সময়ও তার গান ছিল মুক্তির বার্তা।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন, তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন এবং ধানমন্ডিতে একটি বাসভবন উপহার দেন।

জাতীয় পর্যায়ের কর্মসূচি

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শিল্পকলা একাডেমির সহযোগিতায় রাজধানী ঢাকা ছাড়াও কুমিল্লা, ত্রিশাল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে নানাবিধ অনুষ্ঠান।

আজ বিকেল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসময় ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আয়োজনজুড়ে থাকবে আলোচনা সভা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাট্য পরিবেশনা। ত্রিশালে তিন দিন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী উৎসব চলবে।

বাংলা একাডেমি সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। বিকেলে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে নজরুল বিষয়ক সেমিনার। স্বাগত বক্তব্য রাখবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এছাড়া, ছায়ানট ও বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। কবির জীবন ও সাহিত্যচর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী।

নিউজটি শেয়ার করুন

জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ

আপডেট সময় ১২:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

 

আজ ২৫ মে (রোববার), জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হচ্ছে। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।

বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি অর্জন করলেও নজরুল ছিলেন একাধিক পরিচয়ে অনন্য—কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার ও অভিনেতা। তার সাহিত্য ও সঙ্গীত বাংলা সংস্কৃতিতে এক নবজাগরণের সূচনা করে। রাগ-রাগিণীর বৈচিত্র্যময় ব্যবহারে বাংলা সঙ্গীতকে তিনি পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায়।

প্রেম, বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতিধ্বনি তার লেখায়। নজরুলের কণ্ঠে উচ্চারিত অসাম্প্রদায়িক চেতনা যুগে যুগে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মানুষের প্রেরণা হয়ে উঠেছে। মহান মুক্তিযুদ্ধের সময়ও তার গান ছিল মুক্তির বার্তা।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন, তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন এবং ধানমন্ডিতে একটি বাসভবন উপহার দেন।

জাতীয় পর্যায়ের কর্মসূচি

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শিল্পকলা একাডেমির সহযোগিতায় রাজধানী ঢাকা ছাড়াও কুমিল্লা, ত্রিশাল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে নানাবিধ অনুষ্ঠান।

আজ বিকেল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এসময় ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আয়োজনজুড়ে থাকবে আলোচনা সভা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাট্য পরিবেশনা। ত্রিশালে তিন দিন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী উৎসব চলবে।

বাংলা একাডেমি সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। বিকেলে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে নজরুল বিষয়ক সেমিনার। স্বাগত বক্তব্য রাখবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এছাড়া, ছায়ানট ও বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। কবির জীবন ও সাহিত্যচর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী।