ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার বিএনপি, জামায়াত এবং এনসিপি’র তৎপরতায় রাজনীতিতে স্পষ্ট হচ্ছে তিনটি বলয় দ্রুত বিচার শেষ করে এক সপ্তাহের মধ্যে রায় কার্যকরের দাবি শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে ২ দিন ধরে গোলাগুলি চলছে কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার নিন্দায় জাতিসংঘ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান ক্যান্সার চিকিৎসায় বায়োটেক প্রযুক্তিতে সমাধানের আশায় দেশীয় ওষুধ শিল্প সংকট রাজনীতিবিদদের সুযোগ এনে দেয়’: জ্বালানি উপদেষ্টা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে জামায়াতে ইসলামী সাহিত্যের বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের জন্মদিন আজ

জামালপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লংকারচর সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লংকারচর এলাকার আমজাদ গ্রুপ ও হাসান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বাজারের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে হাসান গ্রুপের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

আহতদের প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

সংঘর্ষের খবর পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজকের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে, এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ব থেকেই প্রশাসন এ বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

উল্লেখ্য, এই ধরনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দেওয়ানগঞ্জ এলাকায় ইতিপূর্বেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

নিউজটি শেয়ার করুন

জামালপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ১০

আপডেট সময় ১২:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

 

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের লংকারচর সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লংকারচর এলাকার আমজাদ গ্রুপ ও হাসান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বাজারের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে হাসান গ্রুপের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

আহতদের প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

সংঘর্ষের খবর পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজকের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে, এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ব থেকেই প্রশাসন এ বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

উল্লেখ্য, এই ধরনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দেওয়ানগঞ্জ এলাকায় ইতিপূর্বেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।