০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

কর্মবিরতির মাঝেও টিকিট ছাড়াই চলছে মেট্রোরেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 110

ছবি: সংগৃহীত

 

এমআরটি পুলিশের সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর চারজন সহকর্মী মৌখিক ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার পরেও আজ (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল করছে।

বিভিন্ন স্টেশন পরিদর্শন করে দেখা গেছে, মেট্রোরেল স্বাভাবিকভাবে চলছে। তবে স্টেশনগুলোতে কোনো কর্মী উপস্থিত নেই এবং পেইড জোনে নিরাপত্তা কর্মীদেরও দেখা যাচ্ছে না। ফলে যাত্রীরা টিকিট ছাড়াই গন্তব্যে যেতে পারছেন।

বিজ্ঞাপন

এর আগে, ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে ৬টি দাবি জানানো হয়। কর্মীদের দাবিগুলো হলো:

ঘটনার মূল হোতা পুলিশ সদস্য এস আই মাসুদকে আগামী এক কার্যদিবসের মধ্যে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের (কন্সটেবল রেজনুল, ইন্সপেক্টর রঞ্জিত) শাস্তি দিতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করতে হবে।
এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে।

স্টেশনে দায়িত্বরত সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্যান্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া এবং অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে মেট্রো স্টেশনে নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করবে।

তবে এই ঘোষণার মধ্যেই আজ সকাল থেকে টিকিট ছাড়াই মেট্রোরেল চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

কর্মবিরতির মাঝেও টিকিট ছাড়াই চলছে মেট্রোরেল

আপডেট সময় ০২:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 

এমআরটি পুলিশের সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর চারজন সহকর্মী মৌখিক ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার পরেও আজ (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল করছে।

বিভিন্ন স্টেশন পরিদর্শন করে দেখা গেছে, মেট্রোরেল স্বাভাবিকভাবে চলছে। তবে স্টেশনগুলোতে কোনো কর্মী উপস্থিত নেই এবং পেইড জোনে নিরাপত্তা কর্মীদেরও দেখা যাচ্ছে না। ফলে যাত্রীরা টিকিট ছাড়াই গন্তব্যে যেতে পারছেন।

বিজ্ঞাপন

এর আগে, ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের’ ব্যানারে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে ৬টি দাবি জানানো হয়। কর্মীদের দাবিগুলো হলো:

ঘটনার মূল হোতা পুলিশ সদস্য এস আই মাসুদকে আগামী এক কার্যদিবসের মধ্যে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের (কন্সটেবল রেজনুল, ইন্সপেক্টর রঞ্জিত) শাস্তি দিতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করতে হবে।
এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে।

স্টেশনে দায়িত্বরত সিআরএ, টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্যান্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া এবং অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে মেট্রো স্টেশনে নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করবে।

তবে এই ঘোষণার মধ্যেই আজ সকাল থেকে টিকিট ছাড়াই মেট্রোরেল চলাচল করছে।