ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী ১০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা ইরানে হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, পুলিশের জলকামান নিক্ষেপ আইফোনে আসছে বড় আপগ্রেড, থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি! রাউজানের সাবেক এমপি ফজলে করীমসহ ৩ আসামি ট্রাইব্যুনালে হাজির দুই পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা আমাদের আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন এবং বাংলাদেশের পুনর্গঠন: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতেই সরকার নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির: মির্জা ফখরুল জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সুনিতা উইলিয়ামসের সাফল্যে গর্বিত মমতা: ভারতরত্ন দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 130

ছবি: সংগৃহীত

 

ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতাকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন। মমতা বলেন, “এ ঘটনা ভারতবাসীর গর্ব। তাই সুনিতাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।”

সুনিতা মহাকাশে ৯ মাস অবস্থান করার পর, বুধবার তিনি এবং অন্য তিন নভোচারী—বুচ উইলমোর, নিক হেগ ও আলেকসান্দর গরবুনোভ—মিলিতভাবে পৃথিবীতে ফিরে আসেন। সুনিতাদের নিরাপদ প্রত্যাবর্তন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ প্রকাশ করে বলেন, “আপনাদের সাহস, প্রত্যাবর্তন ও মানবজাতির গৌরবের জন্য শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।”

বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে সুনিতাসহ অন্যান্য নভোচারীদের বহনকারী ক্যাপসুলটি ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে অবতরণ করে। সেখানে আগে থেকেই একটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন ছিল।

মমতা বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় এই দাবি জানিয়ে বলেন, সুনিতার এই সাফল্য পুরো দেশ এবং বিশ্বের জন্য গর্বের। সুনিতার জন্ম গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে। তার বাবা দীপক পান্ড্য একজন চিকিৎসক ছিলেন, যিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মারা যান।
গুজরাটের গ্রামের বাড়িতে সুনিতার সাফল্যে আনন্দ উৎসব চলছে এবং তার স্বজনরা জানিয়েছেন, তিনি শিগগিরই ভারতে আসবেন।

নিউজটি শেয়ার করুন

সুনিতা উইলিয়ামসের সাফল্যে গর্বিত মমতা: ভারতরত্ন দাবি

আপডেট সময় ১০:২৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসেন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতাকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন। মমতা বলেন, “এ ঘটনা ভারতবাসীর গর্ব। তাই সুনিতাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।”

সুনিতা মহাকাশে ৯ মাস অবস্থান করার পর, বুধবার তিনি এবং অন্য তিন নভোচারী—বুচ উইলমোর, নিক হেগ ও আলেকসান্দর গরবুনোভ—মিলিতভাবে পৃথিবীতে ফিরে আসেন। সুনিতাদের নিরাপদ প্রত্যাবর্তন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ প্রকাশ করে বলেন, “আপনাদের সাহস, প্রত্যাবর্তন ও মানবজাতির গৌরবের জন্য শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।”

বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে সুনিতাসহ অন্যান্য নভোচারীদের বহনকারী ক্যাপসুলটি ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে অবতরণ করে। সেখানে আগে থেকেই একটি উদ্ধারকারী জাহাজ মোতায়েন ছিল।

মমতা বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় এই দাবি জানিয়ে বলেন, সুনিতার এই সাফল্য পুরো দেশ এবং বিশ্বের জন্য গর্বের। সুনিতার জন্ম গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে। তার বাবা দীপক পান্ড্য একজন চিকিৎসক ছিলেন, যিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মারা যান।
গুজরাটের গ্রামের বাড়িতে সুনিতার সাফল্যে আনন্দ উৎসব চলছে এবং তার স্বজনরা জানিয়েছেন, তিনি শিগগিরই ভারতে আসবেন।