ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের সময়সীমা আমানের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন রংপুরের মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল কারাগারে বাংলাদেশ রেলওয়ের ঈদ যাত্রার টিকিট: অনলাইনে বিক্রি শুরু “সিরিয়া ও ইউক্রেন সংকট সমাধানে তুরস্কের সহায়তা প্রয়োজন” যুদ্ধবিরতি নিয়ে পুতিনের দোদুল্যমান সিদ্ধান্ত: রাজি হলেও থাকছে একের পর এক শর্ত সাত দিনের মধ্যে মাগুরায় ধর্ষণের বিচার কাজ শুরু: আইন উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাশিয়ায়, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সূচনা বলিভিয়ার পোটোসি অঞ্চলে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত ২০ জন নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু, বিচার দাবি জামায়াত আমিরের আছিয়ার ধর্ষকদের ফাঁসি কার্যকর করে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করা হোক: হাসনাত-সারজিস

শনি গ্রহের চারপাশে নতুন ১২৮টি চাঁদের সন্ধান, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

জ্যোতির্বিজ্ঞানীরা শনির চারপাশে ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন, যা গ্রহটিকে সৌরজগতের সর্বাধিক চাঁদের মালিক করে তুলেছে। তাইওয়ান, কানাডা, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকদের এই যুগান্তকারী আবিষ্কার আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন (আইএইউ) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

গবেষকদের মতে, নতুন চাঁদগুলোর উৎপত্তি সম্ভবত কয়েক কোটি বছর আগে সংঘটিত মহাকাশীয় সংঘর্ষের ফল। শনির নর্স গ্রুপের অন্তর্ভুক্ত এই চাঁদগুলো বিপরীতমুখী ও কাত হয়ে গ্রহটিকে প্রদক্ষিণ করছে, যা অতীত সংঘর্ষের সুস্পষ্ট ইঙ্গিত দেয়।

এই আবিষ্কারের ফলে শনির মোট চাঁদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪-এ। তুলনামূলকভাবে, বৃহস্পতির পরিচিত চাঁদের সংখ্যা ৯৫, ইউরেনাসের ২৮ এবং নেপচুনের ১৬টি। গবেষকরা ধারণা করছেন, সৌরজগতের প্রাথমিক পর্যায়ে শনির চারপাশে অনেক বস্তু একত্রে ছিল, যা একাধিক সংঘর্ষের ফলে ক্ষুদ্র চাঁদে পরিণত হয়।

তাইওয়ানের অ্যাকাডেমিয়া সিনিকার পোস্টডক্টরাল গবেষক ড. এডওয়ার্ড অ্যাশটন বলেন, ‘এই আবিষ্কারের পর বৃহস্পতির পক্ষে শনিকে আর ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়।’ তবে শনির চাঁদগুলো পৃথিবীর চাঁদের মতো গোল ও মসৃণ নয়; এগুলো অপেক্ষাকৃত ছোট, আলুর মতো অসম আকৃতির, যা ‘ইরেগুলার মুনস’ নামে পরিচিত। গবেষকেরা ‘শিফট অ্যান্ড স্ট্যাক’ নামে একটি প্রযুক্তি ব্যবহার করে চাঁদগুলোর অবস্থান নির্ণয় করেছেন।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রেট গ্ল্যাডম্যান বলেন, ‘নতুন চাঁদগুলো শনির বড় চাঁদগুলোর ধ্বংসাবশেষ, যা হয় শনির অন্যান্য চাঁদের সঙ্গে, নয়তো কোনো ধূমকেতুর সঙ্গে সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে।’ বিজ্ঞানীরা মনে করছেন, এই চাঁদগুলোর গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে শনির বলয়গুলোর উৎপত্তি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

অন্যদিকে, ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘হেরা’ মহাকাশযান এবার মঙ্গলের ক্ষুদ্রতম চাঁদ ‘ডেইমস’-এর পর্যবেক্ষণ শুরু করবে। ৩০০ কিলোমিটার দূরত্ব থেকে এটি ডেইমসের গঠন বিশ্লেষণ করবে, যা হয় মঙ্গলের কোনো বিশাল সংঘর্ষের ফলে তৈরি হয়েছে, নয়তো এটি মহাকর্ষীয় টানে আটকে পড়া কোনো গ্রহাণু। একই অভিযানে হেরা বৃহত্তর চাঁদ ‘ফোবোস’-এর ছবিও তুলবে এবং পরবর্তীতে এটি ‘ডিমরফোস’ নামক এক গ্রহাণুর দিকে যাত্রা করবে।

তিন বছর আগে নাসার একটি মহাকাশযান ডিমরফোসকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছিল, যার প্রভাব বিশ্লেষণ করা হবে ভবিষ্যতে পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপজ্জনক গ্রহাণু প্রতিরোধের কৌশল তৈরির জন্য। শনির নতুন চাঁদের আবিষ্কার থেকে শুরু করে মহাকাশ গবেষণার এই চলমান অভিযাত্রা মানবজাতির মহাবিশ্ব সম্পর্কে জানার পথ আরও প্রশস্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

শনি গ্রহের চারপাশে নতুন ১২৮টি চাঁদের সন্ধান, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান

আপডেট সময় ০৭:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

 

জ্যোতির্বিজ্ঞানীরা শনির চারপাশে ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন, যা গ্রহটিকে সৌরজগতের সর্বাধিক চাঁদের মালিক করে তুলেছে। তাইওয়ান, কানাডা, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকদের এই যুগান্তকারী আবিষ্কার আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন (আইএইউ) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

গবেষকদের মতে, নতুন চাঁদগুলোর উৎপত্তি সম্ভবত কয়েক কোটি বছর আগে সংঘটিত মহাকাশীয় সংঘর্ষের ফল। শনির নর্স গ্রুপের অন্তর্ভুক্ত এই চাঁদগুলো বিপরীতমুখী ও কাত হয়ে গ্রহটিকে প্রদক্ষিণ করছে, যা অতীত সংঘর্ষের সুস্পষ্ট ইঙ্গিত দেয়।

এই আবিষ্কারের ফলে শনির মোট চাঁদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪-এ। তুলনামূলকভাবে, বৃহস্পতির পরিচিত চাঁদের সংখ্যা ৯৫, ইউরেনাসের ২৮ এবং নেপচুনের ১৬টি। গবেষকরা ধারণা করছেন, সৌরজগতের প্রাথমিক পর্যায়ে শনির চারপাশে অনেক বস্তু একত্রে ছিল, যা একাধিক সংঘর্ষের ফলে ক্ষুদ্র চাঁদে পরিণত হয়।

তাইওয়ানের অ্যাকাডেমিয়া সিনিকার পোস্টডক্টরাল গবেষক ড. এডওয়ার্ড অ্যাশটন বলেন, ‘এই আবিষ্কারের পর বৃহস্পতির পক্ষে শনিকে আর ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়।’ তবে শনির চাঁদগুলো পৃথিবীর চাঁদের মতো গোল ও মসৃণ নয়; এগুলো অপেক্ষাকৃত ছোট, আলুর মতো অসম আকৃতির, যা ‘ইরেগুলার মুনস’ নামে পরিচিত। গবেষকেরা ‘শিফট অ্যান্ড স্ট্যাক’ নামে একটি প্রযুক্তি ব্যবহার করে চাঁদগুলোর অবস্থান নির্ণয় করেছেন।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রেট গ্ল্যাডম্যান বলেন, ‘নতুন চাঁদগুলো শনির বড় চাঁদগুলোর ধ্বংসাবশেষ, যা হয় শনির অন্যান্য চাঁদের সঙ্গে, নয়তো কোনো ধূমকেতুর সঙ্গে সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে।’ বিজ্ঞানীরা মনে করছেন, এই চাঁদগুলোর গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে শনির বলয়গুলোর উৎপত্তি সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

অন্যদিকে, ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘হেরা’ মহাকাশযান এবার মঙ্গলের ক্ষুদ্রতম চাঁদ ‘ডেইমস’-এর পর্যবেক্ষণ শুরু করবে। ৩০০ কিলোমিটার দূরত্ব থেকে এটি ডেইমসের গঠন বিশ্লেষণ করবে, যা হয় মঙ্গলের কোনো বিশাল সংঘর্ষের ফলে তৈরি হয়েছে, নয়তো এটি মহাকর্ষীয় টানে আটকে পড়া কোনো গ্রহাণু। একই অভিযানে হেরা বৃহত্তর চাঁদ ‘ফোবোস’-এর ছবিও তুলবে এবং পরবর্তীতে এটি ‘ডিমরফোস’ নামক এক গ্রহাণুর দিকে যাত্রা করবে।

তিন বছর আগে নাসার একটি মহাকাশযান ডিমরফোসকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছিল, যার প্রভাব বিশ্লেষণ করা হবে ভবিষ্যতে পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপজ্জনক গ্রহাণু প্রতিরোধের কৌশল তৈরির জন্য। শনির নতুন চাঁদের আবিষ্কার থেকে শুরু করে মহাকাশ গবেষণার এই চলমান অভিযাত্রা মানবজাতির মহাবিশ্ব সম্পর্কে জানার পথ আরও প্রশস্ত করছে।