সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা

- আপডেট সময় ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 1
সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষায় সরকার সমন্বিত ও পরিবেশবান্ধব পরিকল্পনার ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।” সভায় দ্বীপটির প্রতিবেশ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই বিকল্প জীবিকার দিকগুলো গুরুত্ব পায়।
উপদেষ্টা জানান, দরিদ্র কৃষিজীবী পরিবারগুলোকে লবণ ও জলবায়ু সহনশীল শাকসবজি ও ফসল চাষে উৎসাহ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ, প্রদর্শনী এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে। কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট তৈরিতে সহায়তা, নারকেল গাছে জৈব বালাইনাশকের ব্যবহার, হাঁস-মুরগি ও গবাদি পশু পালন এবং বাড়ির আঙিনায় ছোট আকারে নার্সারি স্থাপনেও উদ্যোগ নেওয়া হয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে খাদ্য সহায়তা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব টেকসই উপায়ে মাছ ধরার সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি জামা-কাপড় সেলাই, টুপি তৈরি, ধাত্রীবিদ্যা এবং কম্পিউটার, মোটর ড্রাইভিং, নৌযান চালনা, ইলেকট্রনিকস ও হোটেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
স্থানীয় যুবসমাজকে ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা এবং ‘পরিবেশ গার্ড’ গঠন করে পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করার কথাও জানান উপদেষ্টা।
সভায় ‘স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং’, ‘পরিবেশবান্ধব বিকল্প জীবিকা প্রকল্প’, ‘ইকো-ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রস্তাবনা’ এবং ‘সাস্টেইনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা’ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং বিস্তারিত আলোচনা শেষে টেকসই পরিকল্পনার ভিত্তিতে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিবেশসচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ, ড. ফাহমিদা খানম ও মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। এছাড়া কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ, সিইজিআইএস, মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।