০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 236

ছবি: সংগৃহীত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে স্থাপিত ২২৪টি বুথে একযোগে ভোট শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে বুধবার গভীর রাতে সব কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সকালে ব্যালট পেপার বিতরণের মাধ্যমে ভোট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১,৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করছেন। এ সময়ে মীর মশররফ হোসেন হলের গেট ও প্রান্তিক গেট ছাড়া অন্য সব প্রবেশপথ ১০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হলের ক্যান্টিন খোলা থাকবে এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে বুধবার সন্ধ্যা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কেবলমাত্র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্টিকারযুক্ত গাড়ি এবং নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহন প্রবেশ করতে পারবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট শুরু

আপডেট সময় ১০:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে স্থাপিত ২২৪টি বুথে একযোগে ভোট শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে বুধবার গভীর রাতে সব কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সকালে ব্যালট পেপার বিতরণের মাধ্যমে ভোট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১,৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করছেন। এ সময়ে মীর মশররফ হোসেন হলের গেট ও প্রান্তিক গেট ছাড়া অন্য সব প্রবেশপথ ১০ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হলের ক্যান্টিন খোলা থাকবে এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাচনী নিরাপত্তার অংশ হিসেবে বুধবার সন্ধ্যা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কেবলমাত্র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্টিকারযুক্ত গাড়ি এবং নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহন প্রবেশ করতে পারবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।