জাতীয় নির্বাচন ফ্রেব্রুয়ারি মাসে

- আপডেট সময় ০৯:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 17
জাতীয় নির্বাচন ফ্রেব্রুয়ারি মাসেই হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময় উল্লেখ করেন। তিনি বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’
উল্লেখ্য লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিটিং এর পর থেকে আভাস পাওয়া গিয়েছিল জাতীয় নির্বাচন ফ্রেব্রুয়ারিতেই হবে। তবে সে সময় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না করাই তা নিয়ে আলোচনা হয়েছে ব্যাপক। জনসাধারণ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো সবসময় নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে এসেছে। গতকাল এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট সময় সম্পর্কে ঘোষণা এলো।