ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএনএ পরীক্ষার পর ফরিদপুরে দাফন করা হলো ছোট্ট রাইসাকে স্বাধীন জুম্মল্যান্ডের স্বপ্নে পাহাড়ে গড়ে উঠেছে অস্ত্রাগার নির্বাচন নিয়ে শঙ্কা পিআর, ১৮টি পক্ষে, বিপক্ষে ২৮টি রাজনৈতিক দল চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর ঘুরে দাড়িয়েছে দেশের পোশাক শিল্প, যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২১ ও ইউরোপে ১৭ শতাংশ মারা গেলেন রেসলিং সুপারস্টার হাল্ক হোগান, শোকের ছায়া বিশ্বজুড়ে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব কম্বোডিয়ার কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বরগুনায় কোরবানির দিনে পশু কাটতে গিয়ে আহত ২০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 59

ছবি: সংগৃহীত

 

বরগুনার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরেছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা। কয়েকজনের কাটা স্থানে ২ থেকে ৩টি সেলাই দিতে হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, “আহতরা সবাই মৌসুমি কসাই। পশু কাটার কাজে তারা অভ্যস্ত নন। এ কারণে অসাবধানতায় নিজেরাই নিজেদের আঘাত করেছেন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর থেকেই পশু কোরবানির সময় আহত হয়ে অনেকেই হাসপাতালে আসতে থাকেন। তবে এদের মধ্যে কেউই দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়েনি।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের মতে, কোরবানির সময় অভিজ্ঞ কসাইয়ের অভাব এবং পর্যাপ্ত সাবধানতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সচেতনতা বাড়ালে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় কোরবানির দিনে পশু কাটতে গিয়ে আহত ২০ জন

আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

 

বরগুনার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ২০ জন ব্যক্তি আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরেছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা। কয়েকজনের কাটা স্থানে ২ থেকে ৩টি সেলাই দিতে হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন বলেন, “আহতরা সবাই মৌসুমি কসাই। পশু কাটার কাজে তারা অভ্যস্ত নন। এ কারণে অসাবধানতায় নিজেরাই নিজেদের আঘাত করেছেন।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর থেকেই পশু কোরবানির সময় আহত হয়ে অনেকেই হাসপাতালে আসতে থাকেন। তবে এদের মধ্যে কেউই দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়েনি।

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের মতে, কোরবানির সময় অভিজ্ঞ কসাইয়ের অভাব এবং পর্যাপ্ত সাবধানতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সচেতনতা বাড়ালে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।