বাইকপ্রেমীদের জন্য সুখবর, বাজারে নতুন মডেলের বাইক আনছে রয়্যাল এনফিল্ড
বিশ্ববিখ্যাত মোটরসাইকেল নির্মাতা রয়্যাল এনফিল্ড আবারও চমক নিয়ে হাজির। জনপ্রিয় ক্লাসিক সিরিজে এবার যুক্ত হতে যাচ্ছে শক্তিশালী ও আধুনিক মডেল রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০। বাইকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটি শিগগিরই এই নতুন মডেল বাজারে আনতে চলেছে।
নতুন ক্লাসিক ৬৫০ মডেলটি বহন করছে রয়্যাল এনফিল্ডের সিগনেচার স্টাইল, কিন্তু এবার তার ভেতরে লুকিয়ে রয়েছে আরও বেশি শক্তি ও পারফরম্যান্স। এতে থাকছে ৬৪৮ সিসির এয়ার ও অয়েল কুলড প্যারালাল টুইন ইঞ্জিন, যা ৪৭ হর্সপাওয়ার শক্তি ও ৫২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে ছয় গিয়ারের ট্রান্সমিশন, যা মসৃণ ও আরামদায়ক রাইডের অভিজ্ঞতা দেবে।
ক্লাসিক ৬৫০ মডেলটি কার্যত রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর উন্নত সংস্করণ। শক্তি ও পারফরম্যান্সের দিক থেকে এটি প্রায় দ্বিগুণ। তবে মাইলেজে কিছুটা কম হলেও পাওয়ার লাভ একে নিঃসন্দেহে আকর্ষণীয় করে তুলবে। ক্লাসিক ৩৫০ যেখানে প্রতি লিটার পেট্রোলে প্রায় ৩৫ কিমি চলে, সেখানে ৬৫০ সিসি মডেলটি এক লিটারে আনুমানিক ২২ কিমি পথ পাড়ি দিতে পারে।
দামের দিক থেকেও ক্লাসিক ৬৫০ যথেষ্ট প্রতিযোগিতামূলক হতে পারে। সুপার মিটিওর ৬৫০ এবং শটগান ৬৫০-এর দামের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, ক্লাসিক ৬৫০-এর এক্স-শোরুম দাম হতে পারে প্রায় ১ লাখ ৯৩ হাজার থেকে ২ লাখ ৫ হাজার রুপির মধ্যে।
রয়্যাল এনফিল্ড নিয়মিত নতুন মডেল এনে ক্রেতাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট। তাদের লক্ষ্য, ক্লাসিক ডিজাইনের সঙ্গে আধুনিক প্রযুক্তির মিশেল ঘটিয়ে বাইকপ্রেমীদের নতুন অভিজ্ঞতা উপহার দেওয়া। নতুন এই মডেল নিয়ে ইতোমধ্যেই বাইক বাজারে আগ্রহের সঞ্চার হয়েছে।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা করবে ক্লাসিক বাইক সিরিজে। রাইডাররা অপেক্ষায় আছেন কবে এই দুর্দান্ত বাইকটি রাস্তায় ছুটবে তাদের সঙ্গে।