ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আওয়ামী লীগের বিচারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সরকারের: চিফ প্রসিকিউটর ৫ ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই কিউইদের কাছে রেকর্ড ব্যবধানে হারল পাকিস্তান ফিলিস্তিনের দূত ইউসুফ রামাদানের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, গাজা সংকটে গভীর শোক প্রকাশ ধরলা তীরের পতিত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলল, সোনার ফসলে কৃষকের হাসি যাকাতের সঠিক বণ্টন: শরিয়তের নির্দেশনা ও বাস্তব চর্চা ঐকমত্য কমিশনের কাছে বিএনপির প্রস্তাব: একাত্তরের সঙ্গে চব্বিশকে মিলিয়ে দেখা সঠিক নয় প্রধান উপদেষ্টার চীন সফর দ্বিপাক্ষিক সহযোগিতায় মাইলফলক হয়ে থাকবে : চীনা রাষ্ট্রদূত গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের আগে ইনজুরির হানায় দুর্বল দুই দল, দুই একাদশের মোট ১১ জন ইনজুরি অবৈধ সম্পদের মালিক ও স্বাস্থ্য অধিদপ্তরের সেই সাবেক গাড়িচালক আব্দুল মালেকের ১৩ বছরের কারাদণ্ড

ঈদযাত্রা: রেল স্টেশন ও ট্রেনে পুলিশের বাড়তি নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদের আগের ও পরের ব্যস্ততম সময়ে ট্রেন ভ্রমণে যাত্রীদের নিরাপত্তা দিতে এবার মাঠে কাজ করছেন প্রায় ৪০০ পুলিশ সদস্য।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই ৮ জেলার রেলস্টেশন ও চলাচলরত ট্রেনগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

প্লাটফর্ম ও ট্রেনভিত্তিক এই নিরাপত্তা ব্যবস্থায় অজ্ঞান পার্টি, পকেটমার, ছিনতাইকারী ও নাশকতা সৃষ্টিকারীদের ঠেকাতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন। ঈদের তিনদিন আগে ও পরে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে চালু করা হয়েছে দুটি ঈদ স্পেশাল ট্রেন। সব মিলিয়ে ঈদ মৌসুমে ২৪টি আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে রংপুর বিভাগের বিভিন্ন রুটে।

সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার ফরহাত আহমেদ জানান, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মাঠপর্যায়ের জনবল প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। রেলস্টেশনগুলোতে চালু করা হয়েছে তথ্য কেন্দ্র, যেখানে যাত্রীরা সহজেই পুলিশি সহায়তা পাবেন। অপরাধ দমনে প্রতিটি স্টেশনে নজরদারি জোরদার করা হয়েছে এবং যাত্রীদের সচেতন করতে বিতরণ করা হচ্ছে পরামর্শপত্র।

পাশাপাশি, রংপুর বিভাগের সংশ্লিষ্ট ৮টি জেলার পুলিশ সুপারদেরও বিশেষ বার্তার মাধ্যমে যাত্রী নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। যেকোনো অপতৎপরতা দ্রুত রুখে দিতে চালু রয়েছে কন্ট্রোল রুমও।
এবারের ঈদযাত্রায় ট্রেন ভ্রমণ যেন হয় নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক সে লক্ষ্যে কাজ করছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

ঈদযাত্রা: রেল স্টেশন ও ট্রেনে পুলিশের বাড়তি নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় ০৫:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদের আগের ও পরের ব্যস্ততম সময়ে ট্রেন ভ্রমণে যাত্রীদের নিরাপত্তা দিতে এবার মাঠে কাজ করছেন প্রায় ৪০০ পুলিশ সদস্য।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। রংপুর বিভাগের অন্তর্ভুক্ত রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় এই ৮ জেলার রেলস্টেশন ও চলাচলরত ট্রেনগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

প্লাটফর্ম ও ট্রেনভিত্তিক এই নিরাপত্তা ব্যবস্থায় অজ্ঞান পার্টি, পকেটমার, ছিনতাইকারী ও নাশকতা সৃষ্টিকারীদের ঠেকাতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় কাজ করছেন। ঈদের তিনদিন আগে ও পরে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে চালু করা হয়েছে দুটি ঈদ স্পেশাল ট্রেন। সব মিলিয়ে ঈদ মৌসুমে ২৪টি আন্তঃনগর, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে রংপুর বিভাগের বিভিন্ন রুটে।

সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার ফরহাত আহমেদ জানান, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মাঠপর্যায়ের জনবল প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। রেলস্টেশনগুলোতে চালু করা হয়েছে তথ্য কেন্দ্র, যেখানে যাত্রীরা সহজেই পুলিশি সহায়তা পাবেন। অপরাধ দমনে প্রতিটি স্টেশনে নজরদারি জোরদার করা হয়েছে এবং যাত্রীদের সচেতন করতে বিতরণ করা হচ্ছে পরামর্শপত্র।

পাশাপাশি, রংপুর বিভাগের সংশ্লিষ্ট ৮টি জেলার পুলিশ সুপারদেরও বিশেষ বার্তার মাধ্যমে যাত্রী নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। যেকোনো অপতৎপরতা দ্রুত রুখে দিতে চালু রয়েছে কন্ট্রোল রুমও।
এবারের ঈদযাত্রায় ট্রেন ভ্রমণ যেন হয় নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক সে লক্ষ্যে কাজ করছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ।