০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

ঈদে টানা ছুটিতে দেশ, তবুও নিরাপত্তায় নিঃশঙ্ক হওয়ার আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 116

ছবি: সংগৃহীত

 

সারা দেশের মানুষ যখন ঈদ-উল-ফিতরের টানা ছুটিতে ঘরমুখো, তখন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা কোনো ছুটিতে যাচ্ছেন না, ফলে ঈদে দীর্ঘ ছুটির মধ্যেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাভাবিক ও সজাগ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ বাহিনী ছুটিতে নেই। জনগণ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারবেন। নিরাপত্তায় কোনো প্রকার শৈথিল্য আসবে না।” তিনি জানান, বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ পুরোদমে কাজ করছে। শহর ছেড়ে যারা গ্রামে যাবেন, তারা নিশ্চিন্তে বাসা তালাবদ্ধ করে যেতে পারবেন। পর্যাপ্ত টহল এবং গোয়েন্দা নজরদারিও চালু থাকবে।

এদিকে, রাজধানীর গাবতলী র‍্যাব কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. মাহবুব আলম জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “বাসস্ট্যান্ড, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবে। এছাড়া ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং পোশাকধারী ও সাদা পোশাকের র‍্যাব সদস্যরাও মোতায়েন থাকবে।”

তিনি নগরবাসীকে সতর্ক করে বলেন, “ঢাকা ত্যাগের পূর্বে নিজেদের ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করুন। রাস্তায় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার গ্রহণ করবেন না। প্রতারণা ও ছিনতাইকারীদের বিষয়ে সতর্ক থাকুন।”

সাধারণ মানুষ যাতে নিঃশঙ্কচিত্তে ঈদযাত্রা করতে পারেন, সে লক্ষ্যে সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবার আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঈদে টানা ছুটিতে দেশ, তবুও নিরাপত্তায় নিঃশঙ্ক হওয়ার আহ্বান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আপডেট সময় ০৪:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

 

সারা দেশের মানুষ যখন ঈদ-উল-ফিতরের টানা ছুটিতে ঘরমুখো, তখন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা কোনো ছুটিতে যাচ্ছেন না, ফলে ঈদে দীর্ঘ ছুটির মধ্যেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাভাবিক ও সজাগ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশ বাহিনী ছুটিতে নেই। জনগণ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারবেন। নিরাপত্তায় কোনো প্রকার শৈথিল্য আসবে না।” তিনি জানান, বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ পুরোদমে কাজ করছে। শহর ছেড়ে যারা গ্রামে যাবেন, তারা নিশ্চিন্তে বাসা তালাবদ্ধ করে যেতে পারবেন। পর্যাপ্ত টহল এবং গোয়েন্দা নজরদারিও চালু থাকবে।

এদিকে, রাজধানীর গাবতলী র‍্যাব কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. মাহবুব আলম জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “বাসস্ট্যান্ড, লঞ্চ ও রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবে। এছাড়া ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং পোশাকধারী ও সাদা পোশাকের র‍্যাব সদস্যরাও মোতায়েন থাকবে।”

তিনি নগরবাসীকে সতর্ক করে বলেন, “ঢাকা ত্যাগের পূর্বে নিজেদের ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করুন। রাস্তায় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার গ্রহণ করবেন না। প্রতারণা ও ছিনতাইকারীদের বিষয়ে সতর্ক থাকুন।”

সাধারণ মানুষ যাতে নিঃশঙ্কচিত্তে ঈদযাত্রা করতে পারেন, সে লক্ষ্যে সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবার আরও জোরদার করা হয়েছে।