ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্ষমতার সময় ফুরিয়ে এসেছে: হুঁশিয়ারি শাজাহান খান চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন মানিকগঞ্জে অসময়ের যমুনার ভাঙন: হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি শীর্ষ আদালতে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরতের রায় ১ জুন ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত আরও ৫৬ জন দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে মালয়েশিয়ায় বিএনপির কর্মশালা ঢাবি ভিসিকে দোষী দেখিয়ে মূল সত্য আড়াল করার পাঁয়তারা: সারজিসের অভিযোগ চট্টগ্রাম বন্দর ছাড়া অর্থনীতির নতুন দিগন্ত সম্ভব নয়: ড. ইউনূস শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ড: সোহরাওয়ার্দী উদ্যান এখন ‘অপরাধের স্বর্গরাজ্য’: হাসনাত আব্দুল্লাহ

টাইগারদের আরব আমিরাত সফর শুরু, পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ধাপে দেশ ছাড়ছেন টাইগাররা।

বুধবার (১৪ মে) সকালেই প্রথম দফার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী, পেসার হাসান মাহমুদ ও দলের হেড কোচ ফিল সিমন্সসহ মোট ১৭ সদস্য। বিকেলের ফ্লাইটে রওনা হবেন অধিনায়ক লিটন দাস, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ আরও ৭ জন।

১৭ মে থেকে শুরু হবে বাংলাদেশের এই সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ শেষ করেই পাকিস্তানের উদ্দেশে রওনা হবার কথা রয়েছে টাইগারদের, যেখানে পাঁচ ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।

তবে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। ইতোমধ্যে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিকল্প সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং বিসিবি সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাবিত সূচিতে সিরিজটি শুরু করার দিন দুই পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে ২৭ মে। এরপর যথাক্রমে ২৯ মে, ১, ৩ ও ৫ জুন মাঠে গড়াবে বাকি চারটি ম্যাচ।

পিসিবির প্রস্তাব অনুযায়ী পূর্ব নির্ধারিত দুই ভেন্যু ফয়সালাবাদ ও লাহোরেই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন হলে বিকল্প ভেন্যু হিসেবে রাওয়ালপিন্ডিকেও প্রস্তুত রাখা হচ্ছে।

বাংলাদেশ দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি।

এদিকে আরব আমিরাতের বিপক্ষে আসন্ন সিরিজকেও সিরিয়াসলি নিচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। মূলত পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজটিকে। তরুণদের পারফরম্যান্স পর্যালোচনা করেই পাকিস্তান সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

 

নিউজটি শেয়ার করুন

টাইগারদের আরব আমিরাত সফর শুরু, পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা

আপডেট সময় ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাতের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ধাপে দেশ ছাড়ছেন টাইগাররা।

বুধবার (১৪ মে) সকালেই প্রথম দফার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী, পেসার হাসান মাহমুদ ও দলের হেড কোচ ফিল সিমন্সসহ মোট ১৭ সদস্য। বিকেলের ফ্লাইটে রওনা হবেন অধিনায়ক লিটন দাস, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ আরও ৭ জন।

১৭ মে থেকে শুরু হবে বাংলাদেশের এই সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ শেষ করেই পাকিস্তানের উদ্দেশে রওনা হবার কথা রয়েছে টাইগারদের, যেখানে পাঁচ ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি।

তবে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। ইতোমধ্যে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিকল্প সূচি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং বিসিবি সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাবিত সূচিতে সিরিজটি শুরু করার দিন দুই পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে ২৭ মে। এরপর যথাক্রমে ২৯ মে, ১, ৩ ও ৫ জুন মাঠে গড়াবে বাকি চারটি ম্যাচ।

পিসিবির প্রস্তাব অনুযায়ী পূর্ব নির্ধারিত দুই ভেন্যু ফয়সালাবাদ ও লাহোরেই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজন হলে বিকল্প ভেন্যু হিসেবে রাওয়ালপিন্ডিকেও প্রস্তুত রাখা হচ্ছে।

বাংলাদেশ দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি।

এদিকে আরব আমিরাতের বিপক্ষে আসন্ন সিরিজকেও সিরিয়াসলি নিচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। মূলত পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজটিকে। তরুণদের পারফরম্যান্স পর্যালোচনা করেই পাকিস্তান সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে বলে জানা গেছে।