ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া গুগল এখন অস্ত্র ও নজরদারির জন্য এআই তৈরি করছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, ৪ জন আহত — সন্দেহভাজন আটক ইসরায়েল সীমান্তের কাছে হিজবুল্লাহকে হটাতে কাজ করছে লেবানন সেনাবাহিনী সিরিয়ার স্বৈরশাসকের মূল্যবান সম্পদ পাচারে গোপন বিমান মিশন

নতুন অধ্যায়ে টাইগার ক্রিকেটার নাসির হোসেন: ২০ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মাঠে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ৫১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

দীর্ঘ ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন একসময়ের আলোচিত অলরাউন্ডার নাসির হোসেন। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামেন তিনি।

এক সময় জাতীয় দলের নির্ভরযোগ্য মুখ ছিলেন নাসির। তবে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে অংশ নিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। আইসিসির অভিযোগ আবুধাবি টি-টেন লিগে একটি আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করেন নাসির, যা ছিল দুর্নীতিবিরোধী নিয়ম ভঙ্গের শামিল।

এর জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে ছয় মাস ছিল স্থগিত নিষেধাজ্ঞা। বিষয়টি প্রকাশ্যে আসে ২০২৪ সালের জানুয়ারিতে।

তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে নতুন উদ্যমে ফিরেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে জানায়, “নাসির হোসেন আইসিসির নির্ধারিত সব শর্ত পূরণ করেছেন। দুর্নীতিবিরোধী শিক্ষাক্রমে অংশ নিয়েছেন এবং সংশ্লিষ্ট সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করেছেন। ফলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।”

মাঠে ফিরেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন নাসির। গাজী গ্রুপের বিপক্ষে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। বল হাতে এখনও তাঁর ধার রয়ে গেছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে প্রথম দিনেই।

জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া ক্রিকেটে sporadic পারফরম্যান্স করলেও ব্যক্তিগত নানা বিতর্কে ছিলেন শিরোনামে।

তবে এবার নতুন করে শুরু করতে চান নাসির। মাঠে নিজের কাজ দিয়েই ফিরতে চান আলোচনায়। নিষেধাজ্ঞার অন্ধকার সময় পেরিয়ে তাঁর ফেরাটা কতটা স্থায়ী হয়, এখন সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

নতুন অধ্যায়ে টাইগার ক্রিকেটার নাসির হোসেন: ২০ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মাঠে

আপডেট সময় ০৫:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

দীর্ঘ ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন একসময়ের আলোচিত অলরাউন্ডার নাসির হোসেন। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামেন তিনি।

এক সময় জাতীয় দলের নির্ভরযোগ্য মুখ ছিলেন নাসির। তবে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে অংশ নিয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। আইসিসির অভিযোগ আবুধাবি টি-টেন লিগে একটি আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করেন নাসির, যা ছিল দুর্নীতিবিরোধী নিয়ম ভঙ্গের শামিল।

এর জেরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এর মধ্যে ছয় মাস ছিল স্থগিত নিষেধাজ্ঞা। বিষয়টি প্রকাশ্যে আসে ২০২৪ সালের জানুয়ারিতে।

তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে নতুন উদ্যমে ফিরেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে জানায়, “নাসির হোসেন আইসিসির নির্ধারিত সব শর্ত পূরণ করেছেন। দুর্নীতিবিরোধী শিক্ষাক্রমে অংশ নিয়েছেন এবং সংশ্লিষ্ট সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করেছেন। ফলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।”

মাঠে ফিরেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন নাসির। গাজী গ্রুপের বিপক্ষে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। বল হাতে এখনও তাঁর ধার রয়ে গেছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে প্রথম দিনেই।

জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া ক্রিকেটে sporadic পারফরম্যান্স করলেও ব্যক্তিগত নানা বিতর্কে ছিলেন শিরোনামে।

তবে এবার নতুন করে শুরু করতে চান নাসির। মাঠে নিজের কাজ দিয়েই ফিরতে চান আলোচনায়। নিষেধাজ্ঞার অন্ধকার সময় পেরিয়ে তাঁর ফেরাটা কতটা স্থায়ী হয়, এখন সেটাই দেখার বিষয়।