১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা

অনুসন্ধান প্রতিবেদন দাখিলে গাফিলতি, দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 185

ছবি: সংগৃহীত

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সময়মতো অনুসন্ধান প্রতিবেদন জমা না দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান অনুমোদনের ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও জাল নথি তৈরির অভিযোগে ২০২৩ সালের নভেম্বর থেকে আহসানুল কবীর পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুদকের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুসারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ১৬ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে খোরাকি ভাতা পাবেন। গত ৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অনুসন্ধান প্রতিবেদন দাখিলে গাফিলতি, দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০২:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। সময়মতো অনুসন্ধান প্রতিবেদন জমা না দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান অনুমোদনের ঘটনায় ক্ষমতার অপব্যবহার ও জাল নথি তৈরির অভিযোগে ২০২৩ সালের নভেম্বর থেকে আহসানুল কবীর পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুদকের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুসারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ১৬ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে খোরাকি ভাতা পাবেন। গত ৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।